কারক-অকারক MCQ || বাংলা ব্যাকরণ MCQ TEST

0
karok okarok copy

কারক-অকারক MCQ || বাংলা ব্যাকরণ MCQ TEST

        তোমার নির্ধারিত সময় 20 মিনিট ।

সময় গণনা শুরু হচ্ছে।

তোমার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ব্যাকরণ

কারক/অকারক

1 / 30

1. সকালে   ঘুম থেকে ওঠা  আমার কম্ম নয় ।  --- চিহ্নিত পদটির ক্রিয়ার অন্বয়গত পরিচয় দাও ।

2 / 30

2. "গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের ।  '' -- 'গায়ে'  পদটি কোন কারকের উদাহরণ –

3 / 30

3. কেউ কেউ  অবশ্য চুলেও কলম ধারণ করে । ---  কেউ কেউ কোন কারকের উদাহরণ ?

4 / 30

4. ” ক্রিয়ান্বয়ী কারকম্ ” ---  কথাটি কে বলেছেন ?

5 / 30

5. 'মন্দিরে মন্দিরে শাঁখ , মা বলিয়া দেয় ডাক ’,  ---'মন্দিরে মন্দিরে'  পদটি যার দৃষ্টান্ত—

6 / 30

6. কর্তৃবাচ্যের দুটি কর্ম কর্মবাচ্যেও অপরিবর্তিত থাকলে ,  সেই কর্মকে  বলা হয়ঃ---  

7 / 30

7. বাবা কাজে বেরিয়ে গেলেন । -- এখানে 'কাজে' কোন কারকের উদাহরণ ?

8 / 30

8. ১। যে সমস্ত অব্যয় ধাতুর সঙ্গে ব্যবহৃত না হয়ে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে তাদের কর্মপ্রবচনীয় বলে।

২। অনুসর্গও একটি অব্যয় এবং স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে বসে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে । তাই অনুসর্গের আর এক নাম কর্মপ্রবচনীয় । 

      ----- বাক্যদুটি সম্পর্কে নীচের কোনটি ঠিক ?

9 / 30

9. দৃশ্যটা ভাষায়  প্রকাশ করতে পারব না দিদি । --- এখানে ভাষায়   হলঃ--

10 / 30

10. ব্যাকরণে “ বিভক্তি"   শব্দের অর্থ হলঃ-- -

11 / 30

11. “ দুপুরবেলা  মায়ে-ঝিয়ে  গল্প করে । ''–   স্থুলাক্ষরে চিহ্নিত পদটি হল —

12 / 30

12.  ছেলেটি  জীবনবিজ্ঞানে  খুব ভালো ।

ধর্মে মতি রাখতে হয় ।

--- কোন কারকের উদাহরণ ?

13 / 30

13. বারান্দা থেকে  তোমাদের বাড়ি দেখা যায় ।  --  'বারান্দা থেকে'  পদটি কোন কারক ?

14 / 30

14.  অনুসর্গের   অপর  নাম হলঃ--   

15 / 30

15. " হায় ছায়াবৃতা / কালাে ঘােমটার নীচে / অপরিচিত ছিল তোমার মানবরূপ ।"--" হায়  ছায়াবৃতা'' পদটি হলঃ --

16 / 30

16. ইহাতে  বুঝিনু তুমি দেবতা নিশ্চয় ।  --- 'ইহাতে ' পদটি কোন কারকে কোন বিভক্তিঃ --

17 / 30

17. চোখের  দেখা, হাতের  লাঠি। -- চিহ্নিত পদ্গুলি কী জাতীয় সম্বন্ধ পদের উদাহরণ ?

18 / 30

18. ছোট ছোট ডিঙি নৌকাগুলো নদীতে ভাসমান ।  ---- এই বাক্যে কর্তাটি হলঃ--

19 / 30

19. সে কী খেলাই না খেলল ।  --- এখানে খেলা হলঃ --

20 / 30

20. গ্রীষ্ম  গেলে  বর্ষা আসে ।     --  এখানে “গ্রীষ্ম ” পদটি কোন ধরনের কর্তার উদাহরণ ?

21 / 30

21. বিভক্তি বসে —

22 / 30

22. সব জ্বলে গেল আগুনে 

----'আগুনে' পদটির কারক ও বিভক্তি কী হবে ?

23 / 30

23. বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় , তাদের কী  বলে  ? 

24 / 30

24. “আমার খাওয়া হয়েছে ।" – স্থুলাক্ষর পদটি কী  ধরনের কর্তা  ?

 

25 / 30

25. ‘ অশ্রুপূর্ণ নয়নে  তাহার পরিচয় দিলেন । ’— এই 'নয়নে'  পদের কারক হল—

26 / 30

26. দুষ্ট গরুর চেয়ে   শূণ্য গোয়াল ভালো ।  -- 'দুষ্ট গরুর চেয়ে' পদটি কোন কারকের উদাহরণ ?

27 / 30

27. বৃদ্ধ  মাঝিকে   তিরস্কার করিতে লাগিল ।   ---   'মাঝিকে'  পদটি কোন কারকের উদাহরণ ?

28 / 30

28. ‘রাবণের চিতা ’ জ্বলছে তো জ্বলছেই ।  --  কর্তাটি হলঃ-

29 / 30

29. -গুলো ,  -গাছা  ---- এগুলি হল —

30 / 30

30. গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন উনি । --  এখানে ‘ টি'  হলঃ--

জীবনে বড় হতে গেলে অসীম ধৈর্যের প্রয়োজন।তোমার সেই ধৈর্য রয়েছে। আরেকটু অপেক্ষা করো । দেখে নাও কত পেয়েছো। ভুল থেকে শিক্ষা নাও।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *