ভাষাবিজ্ঞান ও তার শাখা MCQ Test || FM: 35

0

ভাষাবিজ্ঞান ও তার শাখা MCQ Test || FM: 35

তোমার প্রশ্নপত্র তৈরি । নিজের নাম ইত্যাদি তথ্য ইংরেজিতে লিখবে । কেননা তাহলে তোমার নামে যে সার্টিফিকেট তৈরি হবে তা নির্ভুল হবে।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট ।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


1 / 35

1. PET এর পুরো নাম হলঃ-

2 / 35

2. প্রাচীন ভারতীয় আর্য ভাষা পালি, প্রাকৃত, অপভ্রংশ ও অবহট্টের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে —এ বিষয়টি আলােচিত হয়েছে—

3 / 35

3.  'রমেনবাবু একজন ধনী ব্যক্তি '। 

' ধনী মাত্রই অহংকারী হয় না। -- এখানে 'ধনী' পদটির এরূপ পরিবর্তনকে কী বলা হয় ?   

4 / 35

4. নিষ্পাদক রূপমূল হল -

5 / 35

5. রং = লাল, নীল , আকাশী, কালো --- এই বিন্যাসকে বলে -

6 / 35

6. ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল -

7 / 35

7. 'শব্দকল্পদ্রুম' কী ?

8 / 35

8. একটি সমন্বয়ী রূপমূলের উদাহরণ হল -

9 / 35

9.
একটি টিয়াপাখি কথা বলছে । -- এখানে টিয়াপাখি যা করছে তা হল -

 

10 / 35

10. LAD-এর পূর্ণ রূপটি কী ?

11 / 35

11. স্বাধীন রূপমুলের উদাহরণ হলো –

 

12 / 35

12. শব্দ ও পদের গঠন এবং তার নানা প্রযুক্তি আলােচিত হয় যেখানে, তা হলঃ-- 

13 / 35

13. বিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরােপে ও পরের দিকে মার্কিন

দেশে যে ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়, তার নামঃ -- 

14 / 35

14. ভারতে অভিধান রচনার সূত্রপাতে যার নাম জড়িয়ে আছে তিনি হলেনঃ-  

15 / 35

15. বিভক্তিহীন নাম শব্দকে বলে -

16 / 35

16. 'Dictionarius' শব্দটি ব্যবহার করেন—

17 / 35

17. স্যার উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ?

18 / 35

18. ধ্বনিমূলের উচ্চারণভেদকে বলে -

19 / 35

19. 'রত্নাকর' শব্দে 'ত্ন' হল -

20 / 35

20. বাক্যের অব্যবহিত উপাদানগুলি হল –

21 / 35

21. 'চুপচাপ' কী জাতীয় শব্দ -

22 / 35

22. ভাষাকে 'চিন্তার পোশাক' বলেছেন -

23 / 35

23. 'Dictionary ' শব্দটি কে প্রথম ব্যবহার করেন -

24 / 35

24. আমাকে হারিয়ে দিচ্ছ তুমি। -- এখানে বাক্য গঠনের কোন শর্ত মানা হয় নি ?

25 / 35

25. জোন্সের সের মতে, সংস্কৃত, গ্রিক, লাতিন ইত্যাদি ভাষাগুলি যে মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে, সেই ভাষার নাম  

26 / 35

26. ' বহুরূপতা আধুনিক শৈলীবিজ্ঞানে বহুস্বরতা’-এই তত্ত্বটির প্রয়ােগ  করেন--   

27 / 35

27. মাইক্রোফোন > মাইক -- এটি কীসের উদাহরণ ?

28 / 35

28. ‘প্রমুখন’, ‘বিচ্যুতি, সমান্তরালতা’, ‘কোড বদল বা সংকেত বদল’ ও ‘বহুস্বরতা বা বহুধ্বনিময়তা’–এই প্রকরণগুলি ফলিত ভাষাবিজ্ঞানের যে বিভাগের অন্তর্গত, তার নাম-- 

29 / 35

29. অভিধান বিজ্ঞানের পথিকৃৎ -

30 / 35

30. “মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা ”—মতটির প্রবক্তা -- 

31 / 35

31. 'ম্লান' শব্দে 'ম্ল' হল -

32 / 35

32. দুটি রূপমূলের সমবায়কে বলে -

33 / 35

33. 'Style is the man himself' কথাটি বলেছেন -

34 / 35

34. ভাষা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ -

35 / 35

35. কোনটি অবিভাজ্য ধ্বনি নয় ?

তোমার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু হাসিমুখে অপেক্ষা করো ভালো ফলাফলের জন্য। তোমার রেজাল্ট দেখে নাও। আরে বাব্বা -- একটু মুচকি হেসেই নাও না কেন ।

Your score is

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *