বাংলা ও বাংলা পেডাগজি MCQ SET-2 | CTET Bengali MCQ | WBPTET

1

বাংলা পেডাগগি || MCQ Practice Online for free|| Bengali Pedagogy

WB PTET , প্রাইমারি টেট ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, WBSLST TET এর প্রস্তুতির জন্য , ছাত্রছাত্রীদের জন্য, যারা ক্যুইজ ভালোবাসেন তাদের জন্য এই সাইটে বিভিন্ন ক্যুইজ পাবেন। একের পর একটি ক্যুইজ সমাপ্ত করতে থাকুন আর জীবনে সফল হতে থাকুন। সবচেয়ে বেশি পরীক্ষাদাতা এবং সবচেয়ে বেশি স্কোরকারীকে পুরস্কৃত করা হবে । ইমেইল করে আগাম জানানো হবে। আজকের বিষয় বাংলা ও বাংলা পেডাগগি Quiz পর্ব -২।

শুরু করে দাও Online MCQ Practice SET-2 ; Bengali and Bengali Pedagogy👇 👇

  1. আপনার সময় গণনা শুরু হবে।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ও বাংলা পেডাগগি

বাংলা ও বাংলা পেডাগজি MCQ SET 2

1 / 30

1. যে পদ্ধতিতে নির্বাচিত অর্থাবাচক মূল শব্দগুলির প্রত্যেকটিকে কয়েকটি স্তরে ভাগ করে আনুষঙ্গিক চিত্রসহযোগে শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়-

2 / 30

2. দ্বিতীয় শ্রেণির সহজ পাঠে মোট কতগুলি ভাগ আছে ?

3 / 30

3.  

রবীন্দ্রনাথের  ‘ বাংলা শব্দতত্ত্ব ’ নামে গ্রন্থটি ১৩৪২ বঙ্গাব্দে প্রকাশিত হয় । এর আগে ‘ শব্দতত্ত্ব ’  নামে এটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল ?

4 / 30

4. নিয়মঃ- আ+ ঋ = অর , আ + ঋত = আর্ত     

উদাহরণ :-   তৃষ্ণার্ত ,  ক্ষুধার্ত , শীতার্ত , মহর্ষি  --- উদাহরণের মধ্যে কোনটি উপরের নিয়মের বাইরে ?

 

5 / 30

5.  শব্দের ব্যুৎপত্তিগত বিচারে কোনটি অন্যদের থেকে আলাদা শব্দ ?

6 / 30

6. প্রাক-প্রাথমিক স্তরে একটি শিশুকে শেখানো উচিত -

7 / 30

7. হ্রদ > হদ > দ  --- এখানে ধ্বনি পরিবর্তনের  কোন কোন নিয়ম ক্রিয়াশীল ?

8 / 30

8. কোন বানানটি সঠিক ?

9 / 30

9. এর মধ্যে স্বতোনাসিক্যীভবনের উদাহরণ কোনটি ?

10 / 30

10. PET এর পুরো নাম হলঃ-

11 / 30

11. শিশুদের শেখানোর জন্য শিক্ষকদের একটি বিষয় জানা জরুরি -

12 / 30

12. আমি আপনার কথামৃত শ্রবণ করে ধন্য হলাম । এখানে কথামৃত পদে উপমেয় পদটি হল—

13 / 30

13. হর্ষ  শব্দটির বিপরীত শব্দ কী –

14 / 30

14. ক্ষুদ্র শাখা = প্রশাখা ’- এই দৃষ্টান্তটি সমাসের প্রকারভেদ অনুসারে কোন সমাসের দৃষ্টান্ত ?

15 / 30

15. পঞ্চম শ্রেণির একটি ছাত্র কোন পর্বে পড়ে ?

16 / 30

16. পঞ্চম শ্রেণির  Learning English কাদের দ্বারা সঞ্চলিত ?

17 / 30

17. নিম্নোক্ত পদগুলির মধ্যে বিশেষণ  পদটি  হল --

18 / 30

18. সমাসবদ্ধ হওয়ার পরে যা --------- বোঝায় , তাকে দ্বিগু সমাস বলে । শূন্যস্থানে যে-বিকল্পটি বসবে , তা হল-

19 / 30

19. হোলির  দিন পড়ন্ত বিকেল ।  চিহ্নিত পদটির ক্রিয়ার অন্বয়গত পরিচয় হল  --

20 / 30

20. প্রথামুক্ত শিক্ষাকে কার্যকরী করে তুলতে প্রয়োজন-

21 / 30

21. সেই পিদ্দিমের আলাে দেখা যায়,
জনমদুখিনির ঘর।
কবে আমি বড়াে হয়ে তাকে ছেড়ে চলে আসি।
তবু তার আঁচলের হাওয়া আজও আমার নিভৃতে,
ঘুমের সময় যত গল্প ছিল আমাদের ।
অন্ধকার ভরাত যা সবই সে তাে রূপকথার,
তবু দুঃখ ঘােচানাের গােপনতা নিয়ে।
গল্পের রাতের মধ্যে অভিভূত আমরা, ঘুমােতাম।
তারপর একদিন বেরিয়েছি,
তারপর একদিন বেরিয়েছি,
সন্ধ্যার সীমান্তজোড়া পাহাড় ডিঙিয়ে
কতদূর চ'লে গেছি,
বিভূঁই মনের মধ্যে পথ খুঁজে কতবার দিশেহারা,
রূপকথার কোনো দেশ দেখিনি তো।

২। ‘ঘুমােতাম’  ক্রিয়াপদটির দ্বারা কালের কী প্রকারের পরিচয় পাওয়া যায় ?

22 / 30

22. শব্দক্রম পদ্ধতি, বাক্যক্রম পদ্ধতিতে কোন পর্বের শিশুদের শেখানো উচিত?

23 / 30

23. অলসতায় সময় নষ্ট করবে না।  --- অস্ত্যর্থক বাক্যে কী হবে ?

24 / 30

24. স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি ধ্বনির যথার্থ উচ্চারণ করতে হবে । এটি একটি-

25 / 30

25. সু গন্ধ যার ’–এই ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হবে—

26 / 30

26. যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ধ্বনিবাহী বায়ুর বহির্গমণ  পথ রুদ্ধ হয়ে যায় , সেগুলিকে বলা হয় ----

27 / 30

27. নিম্নলিখিত কোনটি ক্রিয়াবিশেষণ -এর অন্তর্ভুক্ত  ?

28 / 30

28. ষষ্ঠ এর সন্ধি করো-

29 / 30

29. রােজ বিকেলে মাঠে খেলতে যেত। -- এই বাক্যে উদ্দেশ্য পদটি হল —

30 / 30

30. মানব  শব্দের সন্ধি বিচ্ছেদ হল :-

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন। আপনার ধৈর্য্য আপনার পক্ষে ভালো।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

HS Bengali Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Higher Secondary Bengali Suggestion 2023 | PDF Download

1 thought on “বাংলা ও বাংলা পেডাগজি MCQ SET-2 | CTET Bengali MCQ | WBPTET

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *