মাধ্যমিক পরীক্ষার্থী ? MCQ Practice করে নাও বিনামূল্যে | বিষয়- বাংলা

1

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইনে বাংলা সমস্ত পাঠ্য মিলে MCQ practice এর ব্যবস্থা করা হয়েছে।বিষয়- বাংলা | মোবাইল ফোন হাতে অন্য কিছুতে সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতিকে জোরালো করতে পার। সময় খুব অল্প তাই wbbse bengali , MP bengali, class x bangla mcq , 10 class bangla mcq practice এর জন্য আমাদের বাছাই করা প্রশ্নগুলি অভ্যাস করে নাও। MCQ Practice করে নাও ঘরে বসে, সম্পূর্ণ বিণামুল্যে |

MCQ Practice করে নাও বিনামূল্যে | বিষয়- বাংলা

তোমার নির্ধারিত সময় 20 মিনিট ।

সময় গণনা শুরু হবে এখুনি।

 তোমার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হয়েছে।


মাধ্যমিক বাংলা MCQ

Madhyomik বাংলা MCQ Online Test

1 / 25

1. ''ক্ষুরের দাপটে তারায় লেগে উল্কা ছুটায়--''  কোথায়ঃ

2 / 25

2. ‘তোমায় নিয়ে বেড়াবে গান' --  কোথায় বেড়াবে ?

3 / 25

3. 'বৃহন্নলারূপী কিরীটি ’ – কিরীটি  হলেন –

4 / 25

4. ‘কলমকে বলা হয়’ ... কী বলা হয় :

5 / 25

5. ''প্রদোষকাল ঝঞ্ঝা-বাতাসে রুদ্ধশ্বাস'' – 'প্রদোষ'  শব্দের অর্থ –

6 / 25

6. ‘ফাউন্টেন পেনের বাংলা নাম ‘ঝরনা কলম’। -- এই নামকরণটি যিনি করেছেন বলে লেখকের অনুমান-

7 / 25

7. যাদের শব ছাড়ানো রয়েছে কাছে দূরে—

8 / 25

8.  মামার বাড়িতে যার বিয়ে উপলক্ষে তপন এসেছে-

9 / 25

9. শর্তসাপেক্ষ বাক্য হলেই তা অবশ্যই হবে –

10 / 25

10. খাঁটি গোরুর দুধ খেতে হবে।  – বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে ?

11 / 25

11. ‘আমার আর যাওয়া হবে না। '- - কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবেঃ

12 / 25

12. যে বাক্যে কর্ম কর্তারূপে কাজ করে – সেই বাক্যের বাচ্যঃ

13 / 25

13. রাজায় রাজায় যুদ্ধ হয়। -- কর্তাটি কী জাতীয় ?

14 / 25

14. নীচের কোনটি নিত্য সমাসের উদাহরণ নয় :-

15 / 25

15. অষ্ট অধিক দশ = অষ্টাদশ --এটি কোন সমাসের নিয়মে হয়েছে ?

16 / 25

16. গাছপাকা ’ সমাসবদ্ধ পদটি যে সমাসের উদাহরণ তা হল

17 / 25

17. দ্বিগু সমাসের পরপদটি হয়—

18 / 25

18. সব জ্বলে গেল আগুনে 

----'আগুনে' পদটির কারক ও বিভক্তি কী হবে ?

19 / 25

19. কেউ কেউ  অবশ্য চুলেও কলম ধারণ করে । ---  কেউ কেউ কোন কারকের উদাহরণ ?

20 / 25

20. কিছু টাকা পেলাম কিন্তু তাতে কাজ হল না। -- এটি যে বাক্যের উদাহরণ , তা হলঃ-

21 / 25

21. অপূর্ব মহাপুরুষের ইঙ্গিত বুঝিল। ---  জটিল বাক্যে লিখলে কোনটি সঠিক ? 

22 / 25

22. একদম মনে নেই।  --- কর্তৃবাচ্যে কী হবে ?

23 / 25

23. অবনী বােধহয় কাল আসবে। -- নির্দেশক বাক্যে লিখলে কী হবে ? 

24 / 25

24. ধনীর দোষেই গরিব চুরি করে । ---ভাববাচ্যে রূপান্তরিত করলে হবে--

25 / 25

25. একটি শর্তসাপেক্ষ বাক্যের উদাহরণ হলঃ--

তোমার রেজাল্ট তৈরি হচ্ছে।একটা মিস্টি করে হেসে দাও আর অপেক্ষা করো। দেখে নাও কত পেয়েছো।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

1 thought on “মাধ্যমিক পরীক্ষার্থী ? MCQ Practice করে নাও বিনামূল্যে | বিষয়- বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *