বাক্য-বাচ্য MCQ Practice SET || বাংলা ব্যকরণ MCQ ||

0

বাক্য-বাচ্য MCQ TEST Online👇👇

আপনার নির্ধারিত সময় 20 মিনিট । সময় গণনা শুরু হবে এখন।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


বাক্য-বাচ্য SET 1

বাক্য-বাচ্য

1 / 30

1. রামের পিতৃভক্তি অতুলনীয়। --- বিস্ময়বােধক বাক্যে পরিণত করলে কী হবে ? 

2 / 30

2. রিনিতার দ্বারা কিছুই হবে না। --  এটি কোন বাচ্যের উদাহরণ ?

3 / 30

3. নামজাদা লেখকের বই বাজারে কাটে কম । -- বাক্যটির গঠনগত ও বাচ্যগত পরিচয় হবেঃ--

4 / 30

4. ছাত্রদশা তাে কোনােমতে ঘুচল না। --- অস্ত্যর্থক বাক্যে কী হবে ? 

5 / 30

5. ‘বাউলেরা গান গাইতে গাইতে নাচে। -- এই বাক্যের বিশেষ্য খণ্ড হলঃ-

6 / 30

6. কৃষকেরাই আমাদের প্রতিপালক। --- কর্মবাচ্যে কী হবে ?

7 / 30

7. একদম মনে নেই।  --- কর্তৃবাচ্যে কী হবে ?

8 / 30

8. "ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ।" -- এখানে বাক্য গঠনের যে শর্ত অমান্য করা হয়েছে , তা হলঃ-

9 / 30

9. কিছু টাকা পেলাম কিন্তু তাতে কাজ হল না। -- এটি যে বাক্যের উদাহরণ , তা হলঃ-

10 / 30

10.  ‘ তাসনিমা , তন্দ্রা, পৃথা, রাবেয়া  রবীন্দ্র জয়ন্তীতে গান গাইবে।'  --- এই বাক্যে উদ্দেশ্য  পদ  হল --

11 / 30

11. একটি শর্তসাপেক্ষ বাক্যের উদাহরণ হলঃ--

12 / 30

12.  দেশের রাজপথ তােমার কাছে রুদ্ধ। --- নাস্ত্যর্থক বাক্যে যা হবে --

13 / 30

13. দেশকে আমরা ভালোবেসে...  । ---- এখানে বাক্য হয়ে ওঠার ক্ষেত্রে যে শর্ত পূরিত হয় নি তা হলঃ-

14 / 30

14. সর্বনাশ যা হবার হয়েছে। ---- যৌগিক বাক্যে কী হবে ? 

15 / 30

15. রমলা একা একা ফুটপাথে অনাথ শিশুদের উপহার দিতে যায়। -- এটি  কোন বাচ্যের উদাহরণ ?

16 / 30

16. সে একমনে মায়ের মুখের মহাভারত পড়া শুনত।  --  জটিল বাক্যে কী হবে ? 

17 / 30

17. যদি সত্যি কথা না বলাে তবে শাস্তি পাবে।   --- এই বাক্যটির যৌগিক বাক্যের রূপান্তর হবেঃ--

18 / 30

18. এই নাও সে হৃৎপিণ্ড। আমায় বধ করাে।  --- সরল বাক্যের রূপ হবেঃ- 

19 / 30

19. কাঁপিল লঙ্কা, কাঁপিলা জলধি। -- যৌগিক বাক্যে কী হবে ?

20 / 30

20. এ মায়া, পিতঃ, বুঝিতে না পারি।  -- বাক্যটির অস্ত্যর্থক বাক্যের রূপ হবেঃ-

21 / 30

21. ধনীর দোষেই গরিব চুরি করে । ---ভাববাচ্যে রূপান্তরিত করলে হবে--

22 / 30

22. অমৃত আর ইসাব রণভূমিতে রইল না ।  --- এটি  কোন ধরনের বাক্য ? 

23 / 30

23. অপূর্ব মহাপুরুষের ইঙ্গিত বুঝিল। ---  জটিল বাক্যে লিখলে কোনটি সঠিক ? 

24 / 30

24. একে ন্যায় যুদ্ধ বলা যায় না। --- এটি কোন ধরণের বাক্য ? 

25 / 30

25. বাক্য সংগঠনের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ খণ্ডে থাকতে পারেঃ-

26 / 30

26. রােজ বিকেলে মাঠে খেলতে যেত। -- এই বাক্যে উদ্দেশ্য পদটি হল —

27 / 30

27. অলসতায় সময় নষ্ট করবে না।  --- অস্ত্যর্থক বাক্যে কী হবে ?

28 / 30

28. তােমার সেখানে যাওয়া উচিত। -- অনুজ্ঞাবাচক রূপে লিখলে বাক্যটি কী হবে ?

29 / 30

29.  ‘বিমুখে সমরে মােরে সৌমিত্রি কুমতি।' --  এই বাক্যে উদ্দেশ্যর সম্প্রসারকটি হল—

30 / 30

30. অবনী বােধহয় কাল আসবে। -- নির্দেশক বাক্যে লিখলে কী হবে ? 

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *