বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ MCQ Unit V ShekhaPora April 15, 2025 0 Post Views: 69 বাংলা ব্যাকরণ MCQ Unit V ( উপসর্গ/ সন্ধি / পদ প্রকরণ / নতুন বানানবিধি / শব্দের গঠনগত শ্রেণি ) Full marks : 40 Time: 30 minutes আপনার নির্ধারিত সময় 30 মিনিট । আপনার নির্ধারিত সময় 30 মিনিট সমাপ্ত হল । বাংলা ব্যাকরণ Unit V Bengali Grammer 1 / 40 1. সত্তর পৃষ্ঠায় দেখো । -- এখানে 'সত্তর' হল - সংখ্যা বিশেষণ ক্রম বা পূরণবাচক বিশেষণ ক্রিয়া বিশেষণ পরিমাণ বাচক বিশেষণ 2 / 40 2. মুসলিম, হিন্দু -- কোন শ্রেণির বিশেষ্য পদ ? সংজ্ঞাবাচক ক্রিয়াবাচক শ্রেণিবাচক গুণবাচক 3 / 40 3. কোন বানানটি ঠিক - মৃয়মাণ মৃয়মান ম্রিয়মাণ ম্রিয়োমাণ 4 / 40 4. আম , খাস, নিম -- এগুলো হল - বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ সংস্কৃত উপসর্গ এগুলো কোন উপসর্গই নয় । 5 / 40 5. অনাবৃষ্টি, অনাসৃষ্টি, অনামুখো -- এখানে 'অনা' হল - বিদেশি উপসর্গ বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ এটা উপসর্গই নয় 6 / 40 6. নিচের কোনটি উপসর্গ ? উপ গুলাে ও টা 7 / 40 7. কোনটি সংস্কৃত ২০ টি উপসর্গের অন্তর্ভুক্ত নয় - নি অব অ অপ 8 / 40 8. কোনো শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হলে - অর্থের পরিবর্তন ঘটতে পারে । অর্থের সম্প্রসারণ ঘটতে পারে। অর্থের বিশিষ্টতালাভ ঘটতে পারে। উপরের সবগুলিই সঠিক। 9 / 40 9. কোন বানানটি ভুল - অগ্রহায়ণ সহযোগিতা ভৌগলিক শারীরিক 10 / 40 10. নতুন বানানের কোন নিয়মটি সঠিক নয় - বিদেশি শব্দে " ী / ূ / ৃ " - কারগুলি হবে না । শব্দের শেষে ও -কার ধ্বনি উচ্চারিত হলে তা লেখা হবে । যেমন - কালো , ভালো , এগারো । তৎসম শব্দে ণ-ত্ব বিধি / ষ -ত্ব বিধি মানা হবে না । রেফ্ এর পর বর্ণের দ্বিত্ব হবে না । যেমন - কর্ম্ম > কর্ম । 11 / 40 11. ভুল বানানটি বাছাই করুন - মন্ত্রীত্ব ইতস্তত বর্ণালি আকাঙ্ক্ষা 12 / 40 12. সঠিক বানানটি চিহ্নিত করুন - উচ্ছৃঙ্খল অধ্যাবসায় উচিৎ ইতিমধ্যে 13 / 40 13. বাংলা নতুন বানান অনুসারে কোনগুলি সঠিক বানান - গোরু , ব্যাং , দুরবিন , পাদরি , বউভাত পটোল , মহামারি , ইদ , অঙ্ক , ফারসি পির, চিন , কই , তরি , ঘুস উপরের সবগুলিই । 14 / 40 14. ষট্+আনন = ষড়ানন তৎ+অবধি = তদবধি সুপ+অন্ত = সুবন্ত --- উদাহরণগুলি কোন সন্ধি প্রকারের ? তৎসম স্বরসন্ধি তৎসম ব্যঞ্জনসন্ধি বাংলা স্বরসন্ধি বাংলা ব্যঞ্জনসন্ধি 15 / 40 15. কোনটি ভুল - সম্+যম = সংযম সম্ + চিন্তা = সচ্চিন্তা সম্+লাপ = সংলাপ সম্+বাদ = সংবাদ 16 / 40 16. খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হল - যা+ইচ্ছা+তাই = যাচ্ছেতাই ঘোড়া+দৌড় = ঘোড়দৌড় জাতি+অভিমান = জাত্যভিমান উপরের সবকটিই ঠিক 17 / 40 17. কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি নয় - প্রাতঃ + কাল = প্রাতঃকাল শিরঃ + পীড়া = শিরঃপীড়া অহঃ + অহ = অহরহ সদ্যঃ+জাত = সদ্যোজাত 18 / 40 18. কনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ - অন্য+অন্য = অন্যান্য সু + আগত = স্বাগত লো + অন = লবণ বধূ + উৎসব = বধূৎসব 19 / 40 19. কোন উদাহরণটি ভুল ? পশু+আচার = পশ্বাচার অনু+এষণ = অন্বেষণ স্ব+অল্প = স্বল্প তনু+ঈ = তন্বী 20 / 40 20. নিচের কোন সন্ধিটি ভুল - কৃষ্ণ+ইন্দু= কৃষ্ণেন্দু সু+ছন্দ= স্বচ্ছন্দ দেব+ঋষি= দেবর্ষি নর+অধম= নরাধম 21 / 40 21. নিচের কোনটি সমাসবদ্ধ শব্দের উদাহরণ নয় - অভিলাষ অনসূয়া অতন্দ্র অসাধ্য 22 / 40 22. নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ - আকাশ আসন আমির আকন্ঠ 23 / 40 23. যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় , সেগুলোকে বলা হয় সাধিত শব্দ মৌলিক শব্দ আগন্তুক শব্দ ইতর শব্দ 24 / 40 24. নিম্নলিখিত কোনটি ক্রিয়াবিশেষণ -এর অন্তর্ভুক্ত ? সম্বন্ধবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ স্থানবাচক বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ 25 / 40 25. 'এখনও পশ্চাতে রয়েছ তুমি’—চিহ্নিত পদটি কোন্ ধরনের অব্যয়ের প্রয়ােগ ? পদান্বয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় অনন্বয়ী অব্যয় সাপেক্ষ অব্যয় 26 / 40 26. নিম্নোক্ত পদগুলির মধ্যে বিশেষণ পদটি হল -- ঈর্ষা কী নীরব ঘুম 27 / 40 27. সিদ্ধান্তবাচক অব্যয়কে অব্যয় পদের কোন বিশিষ্ট শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় অনন্বয়ী অব্যয় ধ্বন্যাত্মক অব্যয় পদান্বয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় 28 / 40 28. পাহাড়ের নীচে চায়ের বাগান । - এখানে 'নীচে' হলো- বিশেষণ অব্যয় সর্বনাম বিশেষ্য 29 / 40 29. দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ । -- চিহ্নিত পদটি হল -- সংখ্যাবাচক বিশেষণ ক্রিয়াবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য সংখ্যাবাচক বিশেষ্য 30 / 40 30. যে বিশেষণ পদ বিশেষণ পদকেই বিশেষিত করে তাকে বলে -- বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ সর্বনামের বিশেষণ বহুপদী বিশেষণ 31 / 40 31. শীতল বাতাস বইছে হেথায় । -- এখানে 'শীতল' পদটি কোন জাতীয় বিশেষণ ? ক্রিয়াবাচক বিশেষণ বহুপদী বিশেষণ নাম বিশেষণ ধ্বন্যাত্মক বিশেষণ 32 / 40 32. বৃষ্টি থেমেছে অতএব আমি চললাম । -- এখানে ' অতএব' পদটি কী জাতীয় অব্যয়ঃ - সংকোচক অব্যয় বিয়োজক অব্যয় সংযােজক অব্যয় ধ্বন্যাত্মক অব্যয় 33 / 40 33. রবীন্দ্রনাথ, গঙ্গা, হিমালয়, তাজমহল, গীতা, শব্দগুলি কী জাতীয় বিশেষ্য ? গুণবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য 34 / 40 34. ‘সভা’, ‘সমিতি’, ‘মিছিল’, ‘গুচ্ছ’— শব্দগুলি কোন শ্রেণির বিশেষ্য ? সমষ্টিবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য পরিমাণবাচক বিশেষ্য 35 / 40 35. বুদ্ধিমতী মেয়ে, মনোযোগী পাঠক—চিহ্নিত পদগুলি কী ধরনের বিশেষণ ? অবস্থাবাচক পূরণবাচক সংখ্যাবাচক গুনবাচক 36 / 40 36. টকটকে লাল রক্ত, দারুণ প্রাণবন্ত ছেলে এ কী সুন্দর দৃশ্য। —চিহ্নিত পদগুলি কী পদরূপে ব্যবহৃত হয়েছেঃ অব্যয়জাত বিশেষণ বিধেয় বিশেষণ সর্বনামীয় বিশেষণ বিশেষণের বিশেষণ 37 / 40 37. 'অভেদ' এর পদ পরিবর্তন করলে যা হবেঃ অভেদতা অভিন্ন ভেদ্যতা অভেদী 38 / 40 38. 'অধিপতি' শব্দের পদান্তর করলে হবেঃ আধিপত্য অধিপতিত্ব অধীত পৌরোহিত্য 39 / 40 39. 'আর্ষ ' শব্দের পদান্তর হবেঃ আরশী হর্ষ ঋদ্ধ ঋষি 40 / 40 40. সুতির বস্ত্র। বেলে পাথর। কাগজের নোট। -- এখানে 'সুতির', 'বেলে' , 'কাগজের' -- পদগুলি কী জাতীয় বিশেষণের উদাহরণঃ পূরণবাচক বিশেষণ পরিমাণ বাচক বিশেষণ সম্বন্ধ বিশেষণ উপাদানবাচক বিশেষণ Your score is Post Navigation Previous WBSLST বাংলা প্রস্তুতি || Class 11 2nd Semister Syllabus MCQ for WBSLST (Bengali)Next অনুবাদ অনুষঙ্গ MCQ Test || আন্তর্জাতিক সাহিত্য More Stories Bengali SSC বাংলা ব্যাকরণ (Unit III )বাংলা ব্যাকরণ MCQ Test ShekhaPora February 4, 2025 0 Bengali SSC বাংলা ব্যাকরণ শব্দভাণ্ডার MCQ Practice Online ShekhaPora May 18, 2023 0 Bengali SSC বাংলা ব্যাকরণ MCQ Practice ক্রিয়ার কালের প্রকার || বাংলা ব্যাকরণ প্র্যাকটিস ShekhaPora April 25, 2023 0 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.