বাংলা ব্যাকরণ MCQ Unit V ( উপসর্গ/ সন্ধি / পদ প্রকরণ / নতুন বানানবিধি / শব্দের গঠনগত শ্রেণি )

Full marks : 40 Time: 30 minutes

আপনার নির্ধারিত সময় 30 মিনিট ।

আপনার নির্ধারিত সময় 30 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ব্যাকরণ

Unit V Bengali Grammer

1 / 40

1. সত্তর পৃষ্ঠায় দেখো । -- এখানে 'সত্তর' হল -   

2 / 40

2. মুসলিম, হিন্দু -- কোন শ্রেণির বিশেষ্য পদ ? 

3 / 40

3. কোন বানানটি ঠিক  -  

4 / 40

4. আম , খাস,  নিম -- এগুলো হল -  

5 / 40

5. অনাবৃষ্টি, অনাসৃষ্টি, অনামুখো -- এখানে 'অনা' হল -  

6 / 40

6. নিচের কোনটি উপসর্গ ?

7 / 40

7. কোনটি সংস্কৃত ২০ টি উপসর্গের অন্তর্ভুক্ত নয়  -

8 / 40

8. কোনো শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হলে -  

9 / 40

9. কোন বানানটি ভুল - 

10 / 40

10. নতুন বানানের কোন নিয়মটি সঠিক নয় -

11 / 40

11. ভুল বানানটি বাছাই করুন - 

12 / 40

12. সঠিক বানানটি চিহ্নিত করুন - 

13 / 40

13. বাংলা নতুন বানান অনুসারে কোনগুলি সঠিক বানান - 

14 / 40

14. ষট্‌+আনন = ষড়ানন
তৎ+অবধি = তদবধি
সুপ+অন্ত = সুবন্ত  --- উদাহরণগুলি কোন সন্ধি প্রকারের ? 

15 / 40

15. কোনটি ভুল  - 

16 / 40

16. খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হল -

17 / 40

17. কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি নয় -

18 / 40

18. কনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ -

19 / 40

19. কোন উদাহরণটি ভুল ?

20 / 40

20. নিচের কোন সন্ধিটি ভুল -

21 / 40

21. নিচের কোনটি সমাসবদ্ধ শব্দের উদাহরণ নয় -

22 / 40

22. নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ -

23 / 40

23. যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় , সেগুলোকে বলা হয়

24 / 40

24. নিম্নলিখিত কোনটি ক্রিয়াবিশেষণ -এর অন্তর্ভুক্ত  ?

25 / 40

25. 'এখনও পশ্চাতে  রয়েছ তুমি’—চিহ্নিত পদটি কোন্ ধরনের অব্যয়ের প্রয়ােগ  ?

26 / 40

26. নিম্নোক্ত পদগুলির মধ্যে বিশেষণ  পদটি  হল --

27 / 40

27. সিদ্ধান্তবাচক অব্যয়কে অব্যয় পদের কোন বিশিষ্ট  শ্রেণির অন্তর্ভুক্ত করা যায়

28 / 40

28.  পাহাড়ের নীচে  চায়ের বাগান ।    - এখানে 'নীচে'  হলো-

29 / 40

29. দশে  মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ ।  -- চিহ্নিত পদটি হল --

30 / 40

30. যে বিশেষণ পদ  বিশেষণ পদকেই বিশেষিত করে তাকে বলে --

31 / 40

31. শীতল  বাতাস বইছে হেথায় ।  -- এখানে 'শীতল' পদটি কোন জাতীয় বিশেষণ ?

32 / 40

32. বৃষ্টি থেমেছে অতএব  আমি চললাম । -- এখানে ' অতএব' পদটি কী জাতীয় অব্যয়ঃ -

33 / 40

33. রবীন্দ্রনাথ, গঙ্গা, হিমালয়, তাজমহল, গীতা,  শব্দগুলি কী জাতীয় বিশেষ্য ?

34 / 40

34. ‘সভা’, ‘সমিতি’, ‘মিছিল’, ‘গুচ্ছ’— শব্দগুলি কোন শ্রেণির বিশেষ্য ?

35 / 40

35. বুদ্ধিমতী মেয়ে, মনোযোগী পাঠক—চিহ্নিত পদগুলি কী ধরনের বিশেষণ ?

36 / 40

36. টকটকে  লাল রক্ত, দারুণ  প্রাণবন্ত ছেলে এ কী সুন্দর দৃশ্য। —চিহ্নিত পদগুলি কী পদরূপে ব্যবহৃত হয়েছেঃ

37 / 40

37. 'অভেদ' এর পদ পরিবর্তন করলে যা হবেঃ

38 / 40

38. 'অধিপতি' শব্দের পদান্তর করলে হবেঃ

39 / 40

39. 'আর্ষ ' শব্দের পদান্তর হবেঃ

40 / 40

40. সুতির বস্ত্র।

বেলে পাথর।

কাগজের নোট।   -- এখানে 'সুতির', 'বেলে' , 'কাগজের' -- পদগুলি কী জাতীয় বিশেষণের উদাহরণঃ

Your score is

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *