ইতিহাস Quiz || SET 3

1

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, WBSLST TET এর প্রস্তুতির জন্য , ছাত্রছাত্রীদের জন্য, যারা ক্যুইজ ভালোবাসেন তাদের জন্য এই সাইটে বিভিন্ন ক্যুইজ পাবেন। একের পর একটি ক্যুইজ সমাপ্ত করতে থাকুন আর জীবনে সফল হতে থাকুন। সবচেয়ে বেশি পরীক্ষাদাতা এবং সবচেয়ে বেশি স্কোরকারীকে পুরস্কৃত করা হবে । ইমেইল করে আগাম জানানো হবে। আজকের বিষয় ইতিহাস Quiz পর্ব -৩ ।

ইতিহাস Quiz , পর্ব-৩ শুরু করতে পারেন👇

234

আপনার সময় নির্ধারিত 10 মিনিট।

আপনার সময় নির্ধারিত 10 মিনিট। সমাপ্ত ।


History GK 3

1 / 20

1.

শিবাজী কোন মারাঠা ঘরানার ছিলেন ?
A) হোলকার B) গায়কোয়ার
C) ভোঁসলে D) সিন্ধিয়া

2 / 20

2.

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ-স্বরাজ দ্বীপ হিসাবে নামকরণ কে করেছিলেন?
A) গান্ধীজী B) সুভাষ চন্দ্র বসু C) বল্লভভাই D) এদের কেউই নয়

3 / 20

3.

এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন?
A) উইলিয়াম জোন্স B) কর্নওয়ালিস
C) জন শোর D) ওয়ারেন হেস্টিংস

4 / 20

4.

কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিল ?
A) লাহোর B) অমৃতসর
C) লখনৌ C) ত্রিপুরি

5 / 20

5.

গান্ধী - আরউইন চুক্তি কোন আন্দোলনের সাথে জড়িত?
A) রাওলাট আইন B) আইন অমান্য আন্দোলন
C) অসহযোগ আন্দোলন  D) ভারত ছাড়ো

6 / 20

6.

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
A) আবুল কালাম আজাদ B) রফি আহমেদ C) আজমল খান
D) বদরুদ্দিন তায়াবজি

7 / 20

7.

মহাত্মা গান্ধী কোথায় লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন?
A) ডাণ্ডি B) সবরমতী
C) সেবাগ্রাম D) পাভনার

8 / 20

8.

কুষাণদের রাজধানী ছিল -
A) পাটলিপুত্র B) দিল্লি C) পুরুষপুর D) মথুরা

9 / 20

9.

রামচরিত মানস কার রচনা ?
A) তুলসীদাস B) কালিদাস C) রামানন্দ D) নাগসেন

10 / 20

10.

ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল?
A) গুর্জার-প্রতিহার, পাল ও চোল
B) রাষ্ট্রকূট, চোলা ও পাল
C) গুর্জার-প্রতিহার, রাষ্ট্রকূট ও চোল
D) পাল, রাষ্ট্রকূট এবং গুর্জার-প্রতিহার

11 / 20

11.

আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী ?
A) মালিক কাফুর B) জাফর খাঁ
C) ওসমান খাঁ D) বৈরাম খাঁ

12 / 20

12.

“ আলমগীর ” উপাধি গ্রহণ করেন ?
A) মোহম্মদ বিন তুঘলক B) শাহজাহান
C) ঔরঙ্গজেব D) আলাউদ্দিন খিলজী

13 / 20

13.

ঘোড়ায় ডাক চলাচলের ব্যবস্থা করেন ?
A) আলাউদ্দীন খিলজী B) রাজিয়া
C) আকবর D) শেরশাহ

14 / 20

14.

শ্রুতি বলা হয় -
A) উপনিষদ B) আরণ্যক
C) বেদ D) পুরাণ

15 / 20

15.

হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A) সিন্ধু B) রবি C) আসকিনি
D) সরস্বতী

16 / 20

16.

জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন?
A) ঋষভনাথ B) পার্শ্বনাথ
C) অজিতনাথ D) মহাবীর

17 / 20

17.

বৌদ্ধধর্মে "ত্রিরত্নের" অর্থ কী?
A) ত্রিপিটক B) বুদ্ধ, ধম্ম, সংঘ
C) সত্য, অহিংসা, করুণা
D) শীল, সমাধি, সংঘ

18 / 20

18.

'দেবানামপ্রিয়া প্রিয়দর্শী' নামে পরিচিত কে?
A) অশোক মৌর্য B) বিন্দুসার মৌর্য
C) চন্দ্রগুপ্ত মৌর্য D) মহাপদ্ম নন্দ

19 / 20

19.

কোন শাসক ভারতের নেপোলিয়ন নামে পরিচিত?
A) রামগুপ্ত B) স্কন্দগুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত D) সমুদ্রগুপ্ত

20 / 20

20.

হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন ?
A) বিম্বিসার B) ধননন্দ
C) অজাতশত্রু D) উদয়ন

Your score is

Child Development & Child pedagogy suggestion PDF 👇

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

1 thought on “ইতিহাস Quiz || SET 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *