MCQ Practice ক্রিয়ার কালের প্রকার || বাংলা ব্যাকরণ প্র্যাকটিস

0

MCQ Practice ক্রিয়ার কালের প্রকার

পূর্ণমান ৩০ সময়ঃ ২৫ মিনিট

 আপনার সময় গণনা শুরু হচ্ছে।

আপনার নির্ধারিত সময় 25 মিনিট সমাপ্ত হল ।


ক্রিয়ার কালের প্রকার (Aspect)

1 / 30

1. তোমায় দেখেছি মাধবী রাতে। -- কালের কোন প্রকারের উদাহরণ ?  

2 / 30

2. তোমায় কোথাও হয়তো দেখে থাকব।

-- কালের প্রকার হবেঃ 

3 / 30

3. ১৮৫৭ সালে মহাবিদ্রোহ হয়। 

-- ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ ? 

4 / 30

4. যেও না রজনী আজি লয়ে তারা দলে।

-- কোন প্রকারের উদাহরণ ? 

5 / 30

5. যে ক্রিয়াটি ভবিষ্যতে হতে থাকবে, তার কালকে বলা হয়ঃ 

6 / 30

6. অবশেষে ফিরে এসে দাঁড়ালাম
দুটো হাত আজ বাড়ালাম তোমার কাছেই।

--- ক্রিয়ার কালের প্রকার নিচের কোনটি ঠিক ? 

7 / 30

7. নিচের কোনটি সাধারণ বর্তমানের উদাহরণ ? 

8 / 30

8. কর্+ইব+অ = করিব
দেখ্+ইব্+অ = দেখিব

-- কালের কী প্রকারের উদাহরণ ?  

9 / 30

9. এসো যুগান্তের কবি।

-- কালের প্রকার হল--

10 / 30

10. এই টুপ টাপ বৃষ্টিতে খেয়ালি দুটি মন
 হৃদয়ের রং মিলে হলো রিং টোন।

-- ক্রিয়ার কালের প্রকার কী হবে ? 

11 / 30

11. পুরাঘটিত ভবিষ্যতের উদাহরণ কোনটি ? 

12 / 30

12. পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতে টানিছে।

-- ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ ? 

13 / 30

13. ----- একে সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীতও বলা হয়। 

14 / 30

14. একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল।

-- কালের প্রকার হলঃ 

15 / 30

15. আমি উনাকে ভালো বলে জানতুম।

-- কালের প্রকার কী হবে ? 

16 / 30

16. কর্+ইতেছ্+ইল+আম=করিতেছিলাম

-- প্রকার বিভক্তিটি হলঃ 

17 / 30

17. বাজল তোমার আলোর বেণু । 

কালের প্রকার কী হবে ? 

18 / 30

18. যদি মন দিয়ে পড়তে আরো ভালো ফল পেতে।

-- কালের প্রকার কী হবে ? 

19 / 30

19. ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল।

--কালের কোন প্রকারের উদাহরণ ?  

20 / 30

20. সাইরেন বেজে উঠল। -- ক্রিয়ার কোন প্রকারের উদাহরণ ? 

21 / 30

21. একবার আমাকেই ডায়াল করিস, 
গল্প শোনাবো খুব আদর করে। 

--- প্রথম লাইনের ক্রিয়ার কালের প্রকার কী হবে ? 

22 / 30

22. আমার এই দেহখানি তুলে ধরো,

তোমার ওই দেবালয়ের প্রদীপ করো।

-- এখানে ক্রিয়ার কালের কোন প্রকার রয়েছে ? 

23 / 30

23. কর্+ইল+আম =করিলাম 

-- এখানে কোন প্রকার হবে ? 

24 / 30

24. সে মাঠে খেলতে গেছে।

-- কালের প্রকার হলঃ  

25 / 30

25. সকাল থেকে তোমার কথা মনে পড়ছে।

--ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ ? 

26 / 30

26. মানুষকে মারার জন্য মানুষই ফাঁদ পাতছে। 

-- ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ ? 

27 / 30

27. মুক্ত হইব দেব ঋণে মোরা।

-- কালের প্রকার  হল -- 

28 / 30

28. তুই দাদাবাবুকে কেন ওরকম কথা বললি ?

-- কালের কোন প্রকার ?  

29 / 30

29. তুমি এলে মোর ঘরে। 

-- এটি কীসের উদাহরণ ? 

30 / 30

30. সে এখন পথে এসে দাঁড়িয়েছে। 

-- নিচের কোনটি ঠিক ? 

 

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। কারক-অকারক MCQ TEST

১০। বাংলা ব্যাকরণ MCQ TEST

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

আরো দেখে রাখতে পারেন👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *