mcq practice set – Shekhapora Quiz https://mcq.shekhapora.com SSC MCQ Quiz Fri, 08 Sep 2023 17:50:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.1 শব্দভাণ্ডার MCQ Practice Online https://mcq.shekhapora.com/shobdobhandar_mcq/ https://mcq.shekhapora.com/shobdobhandar_mcq/#respond Thu, 18 May 2023 17:37:43 +0000 https://mcq.shekhapora.com/?p=323 বাংলা ব্যাকরণের MCQ Online practice করার জন্য , ক্লাস 9 / IX bengali grammer , WBSSC/ wbslst bengali পরীক্ষার্থীদের জন্য অনলাইন প্র্যাকটিস সেট দেওয়া হল। এখানে শব্দভাণ্ডার এর উপর MCQ দেওয়া হল । তোমরা শব্দভাণ্ডার এর উপর MCQ bengali grammer প্র্যাকটিস করলে খুব উপকৃত হবে আশা করি।

আপনার নির্ধারিত সময় 25 মিনিট

আপনার সময় গণনা শুরু হবে এখন। 

আপনার নির্ধারিত সময় 25 মিনিট সমাপ্ত হল । 


শব্দভাণ্ডার

1 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

1. নীচের কোন শব্দটি বিদেশি আগন্তুক ?

2 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

2. নিচের উদাহরণে মৌলিক শব্দ কোনটি ? 

3 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

3. নীচের কোন শব্দটি সাঁওতালি ভাষার শব্দ ?

4 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

4.  ‘সাবান’  শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

5 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

5. ওঝা , ইঁদারা -- শব্দ দুটি হলঃ--

6 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

6. "রেলগাড়ি" ও "মোটেল "   শব্দ দুটি হল যথাক্রমে  :--    

7 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

7.  কফনিকা>কনুই

লঘুক>হালকা

--- কীসের উদাহরণ ?

8 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

8. গির্জা, গুদাম, চাবি, পাদ্রি, বালতি 

--- এই শব্দগুলি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

9 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

9. নীচের কোন জোড়াটি ভুল  ? 

ক।  হিন্দি শব্দঃ   চিঠি , ঠিকানা , পানি

খ। তুর্কি শব্দঃ  চাকর , চাকু , দারোগা

গ।  ফরাসি শব্দঃ  কার্তুজ , কুপন , রেস্তোরাঁ

ঘ। ফার্সি শব্দঃ  গোসল , জান্নাত ,  তওবা 

10 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

10. তালাক, তবলা, জেলা -- উৎসগত বিচারে শব্দগুলি যে শ্রেণির , তা হল---

11 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

11. নীচের কোন শব্দটি উৎসগত বিচারে আলাদা ?

12 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

12. তৎসম শব্দের দুটি শ্রেণি। সেই দুটি হলঃ-

13 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

13. ছাপাখানা , চালবাজ , ঝাড়ুদার , কারিগর , বেহাত , বেহুঁশ , বে-আক্কেল    ---- এরমধ্যে উৎসগতভাবে আলাদা শব্দটি/শব্দগুলি হলঃ

14 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

14. বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর মূলনির্ণয় করতে পারেন নি ভাষাতাত্ত্বিকেরা। তবে মনে করা হয়েছে যে, উদ্ভবের আগে যে-সব ভাষা ছিল আমাদের দেশে, সে-সব ভাষা থেকেই এসেছে ঐ শব্দগুলো। এমন শব্দকে বলা হয় ‘দেশী শব্দ’। এগুলোকে কেউ কেউ বিদেশী বা ভিন্ন ভাষার শব্দের মতই বিচার করেন। কিন্তু এগুলোকে গ্রহন করা উচিত বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবেই। ডাব, ডিঙ্গা, ঢোল, ডাঙ্গা, ঝোল, ঢেউ এমন শব্দ। এগুলোকে কী করে বিদেশী বলি।

---- কোন ভাষাবিদ উক্তিটি করেছেন ?

15 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

15. ভারতের অন্যান্য রাজ্যের ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে, তাদের বলেঃ-

16 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

16. লণ্ঠন  - শব্দটি এসেছে কোন ভাষার শব্দ থেকে ?

17 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

17. খারাপ, দোকান, গরম -- এগুলি উৎসগত বিচারে কোন শ্রেণির শব্দ  ?

18 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

18. কৃষাণ, চাল, ডাল  -- এই শব্দগুলি হলঃ-

19 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

19. নিচের কোনটি মিশ্র শব্দ নয় ? 

20 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

20. গাত্র, কৃষ্ণ, মস্তক, সোনা, হস্ত, কর্ণ, বৃক্ষ, মৎস্য, গাছ 

--- ভালো ক'রে লক্ষ্য ক'রে বলুন  উপরের কোন দুটি শব্দ উৎসের বিচারে অন্যদের থেকে আলাদা ?

21 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

21. কোনটি সঠিক :---

আফিম - ফার্সি  শব্দ

বোতাম - পর্তুগিজ শব্দ

রিক্সা -- জার্মান শব্দ

বাবা - স্প্যানিশ শব্দ 

 

22 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

22. নিচের কোন শব্দটি দেশি ?

23 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

23. অম্লজান - ( Oxygen)
সচিব - (Secretary)
উদযান -(Hydrogen)
স্নাতক - (Graduate)
নথি - (File)

 ----------এই জাতীয় শব্দগুলিকে কী নামে অভিহিত করা হয় ?

24 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

24. নীচের কোন শব্দটি বর্তমান 'সিঙ্গারা' শব্দটির উৎস ?

25 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

25. ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা, গয়লা 

-- এই কুড়িটি শব্দ হল --

26 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

26. ‘চিংড়ি’ শব্দটির উৎসগত শ্রেণি হলো --

27 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

27. আম্ফান  -- শব্দটির আক্ষরিক অর্থ দৃঢ়তা , স্বাধীন চিত্ত বা শক্তিশালী ।  -- শব্দটির উৎস কোন দেশ বা নামটি কোন দেশের দেওয়া  ?

28 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

28. নীচের কোন তথ্যটি ভুল ?

29 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

29. 'ঝি' শব্দটি একটি তদ্ভব শব্দ। এই শব্দটির উৎস মূল তৎসম শব্দটি হলঃ-

30 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

30. সাঁওতাল  শব্দটির উৎস যে মূল শব্দ , তা হলঃ --

31 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

31. খ্রিষ্টাব্দ  শব্দটি একটি মিশ্র শব্দ । ---  কোন কোন  শব্দের মিশ্রণে এটি গঠিত ?

32 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

32. ‘বালতি’  শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

33 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

33. দুটি পাঞ্জাবি শব্দ হলঃ-

34 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

34. ল্যাদ  শব্দটি এসেছে 'লদপদ'  শব্দ থেকে । যার অর্থ শুয়ে পড়া বা লুটানো ।

  • এই ''লদপদ'  শব্দটি হল আসলে --

35 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

35. কারাওকে , সুদোকু শব্দ দুটি উৎসগত বিচারে কোন শ্রেণির ?

36 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

36. দোকান , পর্দা , বদ , বাগান   -- শব্দগুলি কোন শ্রেণিভুক্ত ?

37 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

37. যোগী , ধুতি , বন্ধন -- শব্দগুলি উৎসগত বিচারে যে শ্রেণির --

38 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

38. কুপন, রেস্তোরাঁ, কাফে 

-- শব্দগুলি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

39 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

39. ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, গিন্নি , ঘেন্না,  বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা

-- এই কুড়িটি শব্দের মধ্যে দুটো অর্ধ তৎসম শব্দ মিশে আছে । সেগুলি হলঃ

40 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

40. চাকর, দারোগা -- শব্দ দুটি উৎসগত বিচারে কোন শ্রেণির ?

তোমার রেজাল্ট তৈরি হচ্ছে। রেজাল্ট যাই হোক হার মেনো না কিন্তু। চেষ্টায় সাফল্য মিলবেই মিলবে। Best of luck.

Your score is

https://shekhapora.com/bangla_shobdovandar/

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। কারক-অকারক MCQ TEST

১০। বাংলা ব্যাকরণ MCQ TEST

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

আরো দেখে রাখতে পারেন👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

]]>
https://mcq.shekhapora.com/shobdobhandar_mcq/feed/ 0
MCQ Practice ক্রিয়ার কালের প্রকার || বাংলা ব্যাকরণ প্র্যাকটিস https://mcq.shekhapora.com/mcq-practice-kriyar_kaler_prokar/ https://mcq.shekhapora.com/mcq-practice-kriyar_kaler_prokar/#respond Tue, 25 Apr 2023 18:34:18 +0000 https://mcq.shekhapora.com/?p=310 MCQ Practice ক্রিয়ার কালের প্রকার

পূর্ণমান ৩০ সময়ঃ ২৫ মিনিট

 আপনার সময় গণনা শুরু হচ্ছে।

আপনার নির্ধারিত সময় 25 মিনিট সমাপ্ত হল ।


ক্রিয়ার কালের প্রকার (Aspect)

1 / 30

1. আমি উনাকে ভালো বলে জানতুম।

-- কালের প্রকার কী হবে ? 

2 / 30

2. আমার এই দেহখানি তুলে ধরো,

তোমার ওই দেবালয়ের প্রদীপ করো।

-- এখানে ক্রিয়ার কালের কোন প্রকার রয়েছে ? 

3 / 30

3. কর্+ইব+অ = করিব
দেখ্+ইব্+অ = দেখিব

-- কালের কী প্রকারের উদাহরণ ?  

4 / 30

4. একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল।

-- কালের প্রকার হলঃ 

5 / 30

5. তুই দাদাবাবুকে কেন ওরকম কথা বললি ?

-- কালের কোন প্রকার ?  

6 / 30

6. বাজল তোমার আলোর বেণু । 

কালের প্রকার কী হবে ? 

7 / 30

7. সাইরেন বেজে উঠল। -- ক্রিয়ার কোন প্রকারের উদাহরণ ? 

8 / 30

8. যে ক্রিয়াটি ভবিষ্যতে হতে থাকবে, তার কালকে বলা হয়ঃ 

9 / 30

9. যদি মন দিয়ে পড়তে আরো ভালো ফল পেতে।

-- কালের প্রকার কী হবে ? 

10 / 30

10. নিচের কোনটি সাধারণ বর্তমানের উদাহরণ ? 

11 / 30

11. এসো যুগান্তের কবি।

-- কালের প্রকার হল--

12 / 30

12. সে মাঠে খেলতে গেছে।

-- কালের প্রকার হলঃ  

13 / 30

13. যেও না রজনী আজি লয়ে তারা দলে।

-- কোন প্রকারের উদাহরণ ? 

14 / 30

14. মুক্ত হইব দেব ঋণে মোরা।

-- কালের প্রকার  হল -- 

15 / 30

15. তোমায় দেখেছি মাধবী রাতে। -- কালের কোন প্রকারের উদাহরণ ?  

16 / 30

16. অবশেষে ফিরে এসে দাঁড়ালাম
দুটো হাত আজ বাড়ালাম তোমার কাছেই।

--- ক্রিয়ার কালের প্রকার নিচের কোনটি ঠিক ? 

17 / 30

17. এই টুপ টাপ বৃষ্টিতে খেয়ালি দুটি মন
 হৃদয়ের রং মিলে হলো রিং টোন।

-- ক্রিয়ার কালের প্রকার কী হবে ? 

18 / 30

18. সকাল থেকে তোমার কথা মনে পড়ছে।

--ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ ? 

19 / 30

19. একবার আমাকেই ডায়াল করিস, 
গল্প শোনাবো খুব আদর করে। 

--- প্রথম লাইনের ক্রিয়ার কালের প্রকার কী হবে ? 

20 / 30

20. ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল।

--কালের কোন প্রকারের উদাহরণ ?  

21 / 30

21. মানুষকে মারার জন্য মানুষই ফাঁদ পাতছে। 

-- ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ ? 

22 / 30

22. তুমি এলে মোর ঘরে। 

-- এটি কীসের উদাহরণ ? 

23 / 30

23. তোমায় কোথাও হয়তো দেখে থাকব।

-- কালের প্রকার হবেঃ 

24 / 30

24. কর্+ইল+আম =করিলাম 

-- এখানে কোন প্রকার হবে ? 

25 / 30

25. পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতে টানিছে।

-- ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ ? 

26 / 30

26. পুরাঘটিত ভবিষ্যতের উদাহরণ কোনটি ? 

27 / 30

27. ----- একে সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীতও বলা হয়। 

28 / 30

28. কর্+ইতেছ্+ইল+আম=করিতেছিলাম

-- প্রকার বিভক্তিটি হলঃ 

29 / 30

29. ১৮৫৭ সালে মহাবিদ্রোহ হয়। 

-- ক্রিয়ার কালের কোন প্রকারের উদাহরণ ? 

30 / 30

30. সে এখন পথে এসে দাঁড়িয়েছে। 

-- নিচের কোনটি ঠিক ? 

 

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। কারক-অকারক MCQ TEST

১০। বাংলা ব্যাকরণ MCQ TEST

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

আরো দেখে রাখতে পারেন👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

]]>
https://mcq.shekhapora.com/mcq-practice-kriyar_kaler_prokar/feed/ 0
WBSLST বাংলা MCQ Test || বিষয়ঃ সাহিত্য সম্ভার (X) এর লেখক পরচিতি https://mcq.shekhapora.com/wbslst-mcq-test_sahityo_sambhar_x/ https://mcq.shekhapora.com/wbslst-mcq-test_sahityo_sambhar_x/#respond Wed, 22 Mar 2023 18:44:37 +0000 https://mcq.shekhapora.com/?p=302 SLST বাংলা MCQ Test

আজকের বিষয়ঃ সাহিত্য সম্ভার (X) এর লেখক পরচিতি

আপনার নির্ধারিত সময় 25 মিনিট ।

আপনার সময় গণনা শুরু হবে এখন।

আপনার নির্ধারিত সময় 25 মিনিট সমাপ্ত হল ।


সাহিত্য সম্ভার (X) লেখক পরিচিতি

1 / 30

1.  'আমার ছেলেকে ' রচনারটির উৎস হল -

2 / 30

2. 'মফস্বলের বাস'- কার রচনা  ? 

3 / 30

3. মহাশ্বেতা দেবীর জন্ম- 

4 / 30

4. 'ঘুনপোকা '  উপন্যাসটি রচয়িতা হলেন -

 

5 / 30

5. 'সন্দীপন পাঠশালা'- রচনাটির উৎস হল‌-  

6 / 30

6. সত্যজিৎ রায় তার যে রচনার জন্য সাহিত্য আকাদেমি পুরষ্কার পান - 

7 / 30

7. কি. বা. জগন্নাথন এর সম্পূর্ণ নাম হলঃ 

   

8 / 30

8. শঙ্খ ঘোষের 'বীরাঙ্গনা ' কাবিতাটির উৎস হল-

9 / 30

9. 'মনোজদের অদ্ভুত বাড়ি '  কার লেখা -

 

10 / 30

10. 'মানসিংহ ও প্রতাপ আদিত্যের যুদ্ধ' রচনাটির কবি কে ?  

11 / 30

11. 'পাখিরা গান গায়'- কবিতাটির তরজমা করেছেন - 

 

12 / 30

12. 'বীক্ষন'  কার লেখা ?

13 / 30

13. মোহিতলাল মজুমদাররের 'কালবৈশাখী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? 

14 / 30

14. 'চাহিবে না ফিরে'  রচনাটি উৎস হল-

 

15 / 30

15. 'কান্ডারি হুঁশিয়ার ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত -

16 / 30

16.  সাহিত্যে ঘনাদা  চরিত্রের স্রোষ্ঠা কে ?

17 / 30

17. পাগলা দাশু - শিবরাম চক্রবর্তী 

 ঘনাদা- প্রেমেন্দ্র মিত্র

 ফেলুদা - সত্যজিৎ রায় 

  আবোল তাবোল - সুকুমার সেন     --- এই তথ্য অনুসারে নিচের কোনটি সঠিক ? 

18 / 30

18. 'সাগরদ্বীপের মহাজন'  রচনাটির উৎস হল -

19 / 30

19. 'আদরিনী' কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 

 

20 / 30

20. কাশীরাম দাস কোন শতকের লেখক ছিলেন ?

 

21 / 30

21. 'আলপনা'  কার লেখা ?

 

 

22 / 30

22. 'নানা বিদ্যার আয়োজন '- রচনাটির উৎস হল -

23 / 30

23. 'দেহবাদী'  বা 'ভোগবাদী কবি'  আখ্যায় যিনি ভূষিত হয়েছেন যে কবিঃ  

24 / 30

24. 'মিঠাইওয়ালা' গল্পটির তরজমা করেছেন -

25 / 30

25.  'ভূমিকাহীন'  কবিতাটি কার লেখা ? 

 

26 / 30

26.  ঋনংকৃত্বা- প্রেমেন্দ্র মিত্র 

 ক্বশ্চিৎ কখনো- শিবরাম চক্রবর্তী 

  বীক্ষণ - মন্মথ রায় 

 রং নম্বর - আশাপূর্ণা দেবী 

                --- নিচেরকোনটি সঠিক ? 

27 / 30

27.  'আমার ছেলেকে'  কবিতাটি কার লেখা ?

28 / 30

28.  'আনন্দযজ্ঞ' রচনাটির নাম কার লেখা গান থেকে নেওয়া --  

29 / 30

29. 'ব্রঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল'  রচনাটির উৎস হল - 

30 / 30

30. 'টেরোড্যাকটিলের ডিম'- কোন‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। কারক-অকারক MCQ TEST

১০। বাংলা ব্যাকরণ MCQ TEST

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

]]>
https://mcq.shekhapora.com/wbslst-mcq-test_sahityo_sambhar_x/feed/ 0
ধ্বনি পরিবর্তন MCQ Practice SET || বাংলা ব্যাকরণ Online MCQ TEST https://mcq.shekhapora.com/dhwoni-poriborton_mcq/ https://mcq.shekhapora.com/dhwoni-poriborton_mcq/#respond Mon, 23 Jan 2023 17:25:27 +0000 https://mcq.shekhapora.com/?p=283 ধ্বনি পরিবর্তন MCQ Practice SET 👇👇👇

আপনার নির্ধারিত সময় 20 মিনিট । সময় গণনা শুরু হবে এখন।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ব্যাকরণ

ধ্বনি পরিবর্তন

1 / 25

1. জালিয়া > জাইল্যা > জেলে -- এটা কীসের উদাহরণ ?

2 / 25

2. শব্দের মধ্যে ই কার ও উ কারের নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়া। -- এটি কোন ধরণের ধ্বনি পরিবর্তনের বৈশিষ্ট্য ?

3 / 25

3. কোনটি আদি স্বরাগমের উদাহরণ ?

4 / 25

4. কোন তথ্যটি সঠিক ?

5 / 25

5. নিচের কোনটি আদি ব্যঞ্জনাগমের উদাহরণঃ

6 / 25

6. অম্ল > অম্বল -- এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম ক্রিয়াশীলঃ

7 / 25

7. নিচের কোনটি সমীভবনের উদাহরণ ?

8 / 25

8. নিচের কোন ধরণের ধ্বনি পরিবর্তনে 'অভ্যন্তর সন্ধি'  ঘটে ?

9 / 25

9. মাটিয়া > মাইট্যা -- এটা কীসের উদাহরণ ?

10 / 25

10. কর্ণ > কান -- এখানে কী ঘটেছে ?

11 / 25

11. বাতাসা > বাসাতা-- কোন ধরণের ধ্বনি-পরিবর্তন ?

12 / 25

12. সমাক্ষর লোপের উদাহরণ হলঃ

13 / 25

13. নিচের কোনটি আলাদা ?

14 / 25

14. প্রচণ্ড রোদে মাতা  ফাটিয়া যাইতেছে। -- এখানে 'মাতা'  শব্দে কোন ধরনের ধ্বনি-পরিবর্তন ঘটেছে ?

15 / 25

15. 'দেখে'  শব্দটিতে কী ঘটেছে ?

16 / 25

16. ' বিড়াল'  শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে ? 

17 / 25

17. বধূ > বউ -- এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম ক্রিয়াশীল ?

18 / 25

18. 'বিপ্রকর্ষ' কথাটির অর্থ হলঃ

19 / 25

19. কোনটি অন্ত্য স্বরাগমের উদাহরণ ?

20 / 25

20. নিচের কোথায় অন্ত্য ব্যঞ্জনাগম ঘটেছেঃ

21 / 25

21. যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-

22 / 25

22. কোনটি অভিশ্রুতির উদাহরণ ?

23 / 25

23. ছদ্ম>ছদ্দ –এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে পড়ে –

24 / 25

24. সন্ন্যাসী > সন্নিসি  -- এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম ক্রিয়াশীল ?

25 / 25

25. ব্যঞ্জন লোপের উদাহরণ হল : -

১। সাধু > সাউ

২। বধূ > বউ

৩। শ্মশান > শশান

৪। মহিষ > মোষ

আমরা আপনার রেজাল্ট তৈরি করছি। একটু অপেক্ষা করুন। দেখে নিন কত পেয়েছেন। ভুল উত্তরগুলি শিখে নিতে ভুলবেন না।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

আরো দেখে রাখতে পারো👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

]]>
https://mcq.shekhapora.com/dhwoni-poriborton_mcq/feed/ 0
অনুবাদ অনুষঙ্গ || ভারতীয় সাহিত্য || MCQ Practice Online || WBSLST Bengali https://mcq.shekhapora.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8/ https://mcq.shekhapora.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8/#respond Thu, 29 Dec 2022 16:25:52 +0000 https://mcq.shekhapora.com/?p=257 অনুবাদ অনুষঙ্গ বিষয়ের ভারতীয় সাহিত্য এর মধ্যে যে ১০ জন সাহিত্যিক রয়েছেন তাদের নিয়ে এই MCQ TEST এর ব্যবস্থা করা হল। সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা দাও। || SLST bengali/ Bangla MCQ Practice Online || WBSLST Bengali ||

MCQ Practice Online SLST Bengali 👇👇 বিষয়ঃ অনুবাদ অনুষঙ্গ || ভারতীয় সাহিত্য

  1. আপনার নির্ধারিত সময় 20 মিনিট ।

    সময় গণনা শুরু হবে এখন।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


অনুবাদ অনুষঙ্গ /ভারতীয় সাহিত্য

অনুবাদ অনুষঙ্গ/ ভারতীয় সাহিত্য

1 / 25

1. 'রুমিজ-ই-বেখুদি' গ্রন্থের রচয়িতা হলেনঃ

2 / 25

2. কবীরের মাতৃভাষা ছিলঃ

3 / 25

3. 'মেঘদূতম' কাব্য সম্পর্কে কোন তথ্যটি ভুলঃ

4 / 25

4. মহাকবি কালিদাসের জন্মস্থান কোথায় বলে অনুমান করা হয় ?

5 / 25

5. নিচের কোন তথ্যটি সঠিকঃ

6 / 25

6. ' কবীর' শব্দটি (আল্লাহর ৩৭ তম নাম ) -র অর্থ কী ?

7 / 25

7. কবীরের আবির্ভাব কাল আনুমানিকঃ

8 / 25

8. শৈষিলক, সারস্বতভদ্র , বিট, মৃদঙ্গবাসুলক চরিত্রগুলি কোন গ্রন্থের ?

9 / 25

9. 'পীঞ্জর'(১৯৫০) উপন্যাসটির রচয়িতা কে ?

10 / 25

10. 'ভক্তমালা' গ্রন্থের রচয়িতা হলেনঃ

11 / 25

11. কবি কালিদাস নিচের  কার সভাকবি ছিলেন ?

12 / 25

13 / 25

13. কে 'সুনেহে' কাব্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান ?

14 / 25

14. কার কবিতা সংকলনের নাম  'মহারাজা কথাকাল' --

15 / 25

15. কে 'মৃচ্ছকটিক' নাটকের বাংলা অনুবাদ (১৯০১) করেছিলেন ?

16 / 25

16. সংস অফ কবির (Song of Kabir) নামে ১৯১৫ খ্রিস্টাব্দে কে কবীরের দোহার ইংরেজি অনুবাদ করেন ?

17 / 25

17. ভানুভক্তের পিতার নাম ছিলঃ

18 / 25

18. রবীন্দ্রনাথ এর  'যোগাযোগ' উপন্যাসটির ওড়িয়া অনুবাদ কে করেন ? 

19 / 25

19. কালিদাসের 'কুমারসম্ভব'  সম্পর্কে কোন তথ্যটি সঠিকঃ

20 / 25

20. ১৯৭৩ সালে নিচের কে 'মাটিমাটাল'  গ্রন্থের জন্য জনানপীঠ পুরস্কার পানঃ

21 / 25

21. সাহিত্যিক ইকবাল এর সম্পূর্ণ নাম- 

22 / 25

22. কার কবিতা বিখ্যাত ইল্লু-র অনুবাদের মাধ্যমে জনপ্রিয় হয়েছে ?

23 / 25

23. 'সারে যাহা সে আচ্ছা' গানটি কবে রচিত হয়ঃ

24 / 25

24. তথ্যগুলির মধ্যে কোনটি সঠিকঃ

ক) নলোদয়- কালিদাস

খ) মুসাফির- ইকবাল

গ) মঙ্গলসূত্র- আইয়াপ্পা পানিকর

ঘ) পরাজা-বিজয় তেন্দুলকর

25 / 25

25. নিচের কোন জোড়াটি ভুলঃ

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে । একটু অপেক্ষা করুন। একটা মিস্টি করে হাসুন। আর দেখে নিন কত পেয়েছেন। আপনার দিন শুভ হোক।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। কারক-অকারক MCQ TEST

১০। বাংলা ব্যাকরণ MCQ TEST

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

]]>
https://mcq.shekhapora.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8/feed/ 0
কারক-অকারক MCQ || বাংলা ব্যাকরণ MCQ TEST https://mcq.shekhapora.com/karok_okarok_mcq/ https://mcq.shekhapora.com/karok_okarok_mcq/#respond Fri, 23 Dec 2022 17:23:35 +0000 https://mcq.shekhapora.com/?p=250 কারক-অকারক MCQ || বাংলা ব্যাকরণ MCQ TEST

        তোমার নির্ধারিত সময় 20 মিনিট ।

সময় গণনা শুরু হচ্ছে।

তোমার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ব্যাকরণ

কারক/অকারক

1 / 30

1. “আমার খাওয়া হয়েছে ।" – স্থুলাক্ষর পদটি কী  ধরনের কর্তা  ?

 

2 / 30

2. কেউ কেউ  অবশ্য চুলেও কলম ধারণ করে । ---  কেউ কেউ কোন কারকের উদাহরণ ?

3 / 30

3. বারান্দা থেকে  তোমাদের বাড়ি দেখা যায় ।  --  'বারান্দা থেকে'  পদটি কোন কারক ?

4 / 30

4. দুষ্ট গরুর চেয়ে   শূণ্য গোয়াল ভালো ।  -- 'দুষ্ট গরুর চেয়ে' পদটি কোন কারকের উদাহরণ ?

5 / 30

5. বৃদ্ধ  মাঝিকে   তিরস্কার করিতে লাগিল ।   ---   'মাঝিকে'  পদটি কোন কারকের উদাহরণ ?

6 / 30

6. সব জ্বলে গেল আগুনে 

----'আগুনে' পদটির কারক ও বিভক্তি কী হবে ?

7 / 30

7. "গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের ।  '' -- 'গায়ে'  পদটি কোন কারকের উদাহরণ –

8 / 30

8. গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন উনি । --  এখানে ‘ টি'  হলঃ--

9 / 30

9.  ছেলেটি  জীবনবিজ্ঞানে  খুব ভালো ।

ধর্মে মতি রাখতে হয় ।

--- কোন কারকের উদাহরণ ?

10 / 30

10.  অনুসর্গের   অপর  নাম হলঃ--   

11 / 30

11. “ দুপুরবেলা  মায়ে-ঝিয়ে  গল্প করে । ''–   স্থুলাক্ষরে চিহ্নিত পদটি হল —

12 / 30

12. ছোট ছোট ডিঙি নৌকাগুলো নদীতে ভাসমান ।  ---- এই বাক্যে কর্তাটি হলঃ--

13 / 30

13. ইহাতে  বুঝিনু তুমি দেবতা নিশ্চয় ।  --- 'ইহাতে ' পদটি কোন কারকে কোন বিভক্তিঃ --

14 / 30

14. ” ক্রিয়ান্বয়ী কারকম্ ” ---  কথাটি কে বলেছেন ?

15 / 30

15. 'মন্দিরে মন্দিরে শাঁখ , মা বলিয়া দেয় ডাক ’,  ---'মন্দিরে মন্দিরে'  পদটি যার দৃষ্টান্ত—

16 / 30

16. বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় , তাদের কী  বলে  ? 

17 / 30

17. সকালে   ঘুম থেকে ওঠা  আমার কম্ম নয় ।  --- চিহ্নিত পদটির ক্রিয়ার অন্বয়গত পরিচয় দাও ।

18 / 30

18. -গুলো ,  -গাছা  ---- এগুলি হল —

19 / 30

19. বিভক্তি বসে —

20 / 30

20. কর্তৃবাচ্যের দুটি কর্ম কর্মবাচ্যেও অপরিবর্তিত থাকলে ,  সেই কর্মকে  বলা হয়ঃ---  

21 / 30

21. ১। যে সমস্ত অব্যয় ধাতুর সঙ্গে ব্যবহৃত না হয়ে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে তাদের কর্মপ্রবচনীয় বলে।

২। অনুসর্গও একটি অব্যয় এবং স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে বসে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে । তাই অনুসর্গের আর এক নাম কর্মপ্রবচনীয় । 

      ----- বাক্যদুটি সম্পর্কে নীচের কোনটি ঠিক ?

22 / 30

22. চোখের  দেখা, হাতের  লাঠি। -- চিহ্নিত পদ্গুলি কী জাতীয় সম্বন্ধ পদের উদাহরণ ?

23 / 30

23. " হায় ছায়াবৃতা / কালাে ঘােমটার নীচে / অপরিচিত ছিল তোমার মানবরূপ ।"--" হায়  ছায়াবৃতা'' পদটি হলঃ --

24 / 30

24. ‘রাবণের চিতা ’ জ্বলছে তো জ্বলছেই ।  --  কর্তাটি হলঃ-

25 / 30

25. দৃশ্যটা ভাষায়  প্রকাশ করতে পারব না দিদি । --- এখানে ভাষায়   হলঃ--

26 / 30

26. ব্যাকরণে “ বিভক্তি"   শব্দের অর্থ হলঃ-- -

27 / 30

27. গ্রীষ্ম  গেলে  বর্ষা আসে ।     --  এখানে “গ্রীষ্ম ” পদটি কোন ধরনের কর্তার উদাহরণ ?

28 / 30

28. ‘ অশ্রুপূর্ণ নয়নে  তাহার পরিচয় দিলেন । ’— এই 'নয়নে'  পদের কারক হল—

29 / 30

29. সে কী খেলাই না খেলল ।  --- এখানে খেলা হলঃ --

30 / 30

30. বাবা কাজে বেরিয়ে গেলেন । -- এখানে 'কাজে' কোন কারকের উদাহরণ ?

জীবনে বড় হতে গেলে অসীম ধৈর্যের প্রয়োজন।তোমার সেই ধৈর্য রয়েছে। আরেকটু অপেক্ষা করো । দেখে নাও কত পেয়েছো। ভুল থেকে শিক্ষা নাও।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

]]>
https://mcq.shekhapora.com/karok_okarok_mcq/feed/ 0
বাংলা ব্যাকরণ MCQ Practice SET || https://mcq.shekhapora.com/bangla_byakoron-mcq-practice-set/ https://mcq.shekhapora.com/bangla_byakoron-mcq-practice-set/#respond Wed, 07 Dec 2022 18:55:55 +0000 https://mcq.shekhapora.com/?p=230

আপনার  সময় গণনা শুরু হচ্ছে।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণ (সমস্ত বিষয়)

1 / 30

1. নিচের কোন অর্থটি  ভুল -

2 / 30

2. টিকিটের দাম বাবদ  কতো টাকা লাগলো ? এটি কী অনুসর্গ ?

3 / 30

3. সমাদর - শব্দটির পদান্তর হলো -

4 / 30

4. নিচের কোনটি ভুল ?

5 / 30

5. ছম-ছম - এটি কী ধরণের অব্যয় ?

6 / 30

6. একটি নাম বিভক্তির উদাহরণ  নিচের কোথায় আছে ?

7 / 30

7. বিশেষ্য পদের পরিবর্তে বসে -

8 / 30

8. এর মধ্যে পূরণবাচক শব্দ হলো -

9 / 30

9. নিচের কোনটি ভুল ?

10 / 30

10. হায় - এটি কোন ধরণের অব্যয় ?

11 / 30

11. ডালভাত- 'ডাল ও ভাত' (দ্বন্দ্ব সমাস)- বঙ্কিম চিহ্নিত পদটি কী ?

12 / 30

12. অনুমান  শব্দটির পদান্তর হোল -

13 / 30

13. ওদের অনেক থাকলেও দেয় না - এটি কোন ধরণের বাক্য ?

14 / 30

14. সচ্চরিত্র  শব্দটি বিপরীতার্থক শব্দ হল -

15 / 30

15. যা আসবে - বহুপদটির একপদীকরণ হোল -

16 / 30

16. নিচের কোনটি অঙ্কবাচক শব্দ ?

17 / 30

17. নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি সন্ধ্যক্ষর ?

18 / 30

18. ফলের বিপরীত = প্রতিফল - এটি কোন ধরণের সমাস ?

19 / 30

19. 'ত'  কিংবা 'দ ' - এর পরে যদি 'হ' থাকে তবে সন্ধিতে তা -

20 / 30

20. নিচের কোনটি ঠিক ?

21 / 30

21. নিচের কোনটি 'গাছ' শব্দটির সমার্থক শব্দ নয় ?

22 / 30

22. ছাত্রটি বই পড়ছে। 'পড়ছে' তে কী ধাতু বর্তমান ?

23 / 30

23. নীচের কোনটি ভুল ?

24 / 30

24. চোখ দিয়ে  জল পড়ছে।  -  চিহ্নিত  পদের কারক কী হবে -

25 / 30

25. নিচের কোন বানানটি ভুল ?

26 / 30

26. নিচের কোনটি ঠিক -

27 / 30

27. 'আমরা আসমানে  বিরাজ করি' -- চিহ্নিত পদের কারক কী হবে ?

28 / 30

28. ক্রিয়ার আধার হিসেবে স্থান বা বস্তু সূচিত হলে তাকে কী কারক বলে ?

29 / 30

29. 'দুর্ঘটনা খুব কম ঘটে।' - এটি কোন ধরণের বাক্য ?

30 / 30

30. যে বিশেষ্যপদ বস্তুু বা পদার্থের নাম নির্দেশ করে, তাকে বস্তুুবাচক বিশেষ্য বলে । এর উদাহরণ -

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন। আপনার এই ধৈর্যটুকু কিন্তু আপনার সম্পদ। একটু মিস্টি করে হাসুন , আর রেজাল্ট দেখে নিন। Best of luck.

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

]]>
https://mcq.shekhapora.com/bangla_byakoron-mcq-practice-set/feed/ 0
বাংলা ও বাংলা পেডাগজি MCQ SET-2 | CTET Bengali MCQ | WBPTET https://mcq.shekhapora.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a6%bf-mcq-set-2/ https://mcq.shekhapora.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a6%bf-mcq-set-2/#comments Fri, 02 Dec 2022 02:39:33 +0000 https://mcq.shekhapora.com/?p=217 বাংলা পেডাগগি || MCQ Practice Online for free|| Bengali Pedagogy

WB PTET , প্রাইমারি টেট ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, WBSLST TET এর প্রস্তুতির জন্য , ছাত্রছাত্রীদের জন্য, যারা ক্যুইজ ভালোবাসেন তাদের জন্য এই সাইটে বিভিন্ন ক্যুইজ পাবেন। একের পর একটি ক্যুইজ সমাপ্ত করতে থাকুন আর জীবনে সফল হতে থাকুন। সবচেয়ে বেশি পরীক্ষাদাতা এবং সবচেয়ে বেশি স্কোরকারীকে পুরস্কৃত করা হবে । ইমেইল করে আগাম জানানো হবে। আজকের বিষয় বাংলা ও বাংলা পেডাগগি Quiz পর্ব -২।

শুরু করে দাও Online MCQ Practice SET-2 ; Bengali and Bengali Pedagogy👇 👇

  1. আপনার সময় গণনা শুরু হবে।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ও বাংলা পেডাগগি

বাংলা ও বাংলা পেডাগজি MCQ SET 2

1 / 30

1. হর্ষ  শব্দটির বিপরীত শব্দ কী –

2 / 30

2. অলসতায় সময় নষ্ট করবে না।  --- অস্ত্যর্থক বাক্যে কী হবে ?

3 / 30

3. শব্দক্রম পদ্ধতি, বাক্যক্রম পদ্ধতিতে কোন পর্বের শিশুদের শেখানো উচিত?

4 / 30

4. কোন বানানটি সঠিক ?

5 / 30

5. মানব  শব্দের সন্ধি বিচ্ছেদ হল :-

6 / 30

6. হোলির  দিন পড়ন্ত বিকেল ।  চিহ্নিত পদটির ক্রিয়ার অন্বয়গত পরিচয় হল  --

7 / 30

7. সেই পিদ্দিমের আলাে দেখা যায়,
জনমদুখিনির ঘর।
কবে আমি বড়াে হয়ে তাকে ছেড়ে চলে আসি।
তবু তার আঁচলের হাওয়া আজও আমার নিভৃতে,
ঘুমের সময় যত গল্প ছিল আমাদের ।
অন্ধকার ভরাত যা সবই সে তাে রূপকথার,
তবু দুঃখ ঘােচানাের গােপনতা নিয়ে।
গল্পের রাতের মধ্যে অভিভূত আমরা, ঘুমােতাম।
তারপর একদিন বেরিয়েছি,
তারপর একদিন বেরিয়েছি,
সন্ধ্যার সীমান্তজোড়া পাহাড় ডিঙিয়ে
কতদূর চ'লে গেছি,
বিভূঁই মনের মধ্যে পথ খুঁজে কতবার দিশেহারা,
রূপকথার কোনো দেশ দেখিনি তো।

২। ‘ঘুমােতাম’  ক্রিয়াপদটির দ্বারা কালের কী প্রকারের পরিচয় পাওয়া যায় ?

8 / 30

8. ষষ্ঠ এর সন্ধি করো-

9 / 30

9. সমাসবদ্ধ হওয়ার পরে যা --------- বোঝায় , তাকে দ্বিগু সমাস বলে । শূন্যস্থানে যে-বিকল্পটি বসবে , তা হল-

10 / 30

10. ক্ষুদ্র শাখা = প্রশাখা ’- এই দৃষ্টান্তটি সমাসের প্রকারভেদ অনুসারে কোন সমাসের দৃষ্টান্ত ?

11 / 30

11. আমি আপনার কথামৃত শ্রবণ করে ধন্য হলাম । এখানে কথামৃত পদে উপমেয় পদটি হল—

12 / 30

12. সু গন্ধ যার ’–এই ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হবে—

13 / 30

13. যে পদ্ধতিতে নির্বাচিত অর্থাবাচক মূল শব্দগুলির প্রত্যেকটিকে কয়েকটি স্তরে ভাগ করে আনুষঙ্গিক চিত্রসহযোগে শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়-

14 / 30

14.  

রবীন্দ্রনাথের  ‘ বাংলা শব্দতত্ত্ব ’ নামে গ্রন্থটি ১৩৪২ বঙ্গাব্দে প্রকাশিত হয় । এর আগে ‘ শব্দতত্ত্ব ’  নামে এটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল ?

15 / 30

15. প্রথামুক্ত শিক্ষাকে কার্যকরী করে তুলতে প্রয়োজন-

16 / 30

16. নিয়মঃ- আ+ ঋ = অর , আ + ঋত = আর্ত     

উদাহরণ :-   তৃষ্ণার্ত ,  ক্ষুধার্ত , শীতার্ত , মহর্ষি  --- উদাহরণের মধ্যে কোনটি উপরের নিয়মের বাইরে ?

 

17 / 30

17. পঞ্চম শ্রেণির একটি ছাত্র কোন পর্বে পড়ে ?

18 / 30

18. নিম্নোক্ত পদগুলির মধ্যে বিশেষণ  পদটি  হল --

19 / 30

19. রােজ বিকেলে মাঠে খেলতে যেত। -- এই বাক্যে উদ্দেশ্য পদটি হল —

20 / 30

20. এর মধ্যে স্বতোনাসিক্যীভবনের উদাহরণ কোনটি ?

21 / 30

21.  শব্দের ব্যুৎপত্তিগত বিচারে কোনটি অন্যদের থেকে আলাদা শব্দ ?

22 / 30

22. PET এর পুরো নাম হলঃ-

23 / 30

23. প্রাক-প্রাথমিক স্তরে একটি শিশুকে শেখানো উচিত -

24 / 30

24. শিশুদের শেখানোর জন্য শিক্ষকদের একটি বিষয় জানা জরুরি -

25 / 30

25. দ্বিতীয় শ্রেণির সহজ পাঠে মোট কতগুলি ভাগ আছে ?

26 / 30

26. স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি ধ্বনির যথার্থ উচ্চারণ করতে হবে । এটি একটি-

27 / 30

27. পঞ্চম শ্রেণির  Learning English কাদের দ্বারা সঞ্চলিত ?

28 / 30

28. যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ধ্বনিবাহী বায়ুর বহির্গমণ  পথ রুদ্ধ হয়ে যায় , সেগুলিকে বলা হয় ----

29 / 30

29. নিম্নলিখিত কোনটি ক্রিয়াবিশেষণ -এর অন্তর্ভুক্ত  ?

30 / 30

30. হ্রদ > হদ > দ  --- এখানে ধ্বনি পরিবর্তনের  কোন কোন নিয়ম ক্রিয়াশীল ?

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন। আপনার ধৈর্য্য আপনার পক্ষে ভালো।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

HS Bengali Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Higher Secondary Bengali Suggestion 2023 | PDF Download

]]>
https://mcq.shekhapora.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a6%bf-mcq-set-2/feed/ 1
Child Development & Pedagogy MCQ SET-2 https://mcq.shekhapora.com/child-development-pedagogy-mcq-set-2/ https://mcq.shekhapora.com/child-development-pedagogy-mcq-set-2/#respond Sun, 20 Nov 2022 18:20:23 +0000 https://mcq.shekhapora.com/?p=195 WB TET , Child Development & Pedagogy MCQ SET2-, যে কোনো প্রতিযোগিতার জন্য MCQ exam. এর ভালো প্রস্তুতির একমাত্র এবং সেরা পদ্ধতিই হল নিয়মিত পরীক্ষা দেওয়া। অর্থাৎ বিষয় ধরে ধরে ছোটো ছোটো ভাগে পরীক্ষা দেওয়া। আমাদের এখানে west bengal SLST এর PTET এর সিলাবাস অনুযায়ী অভ্যাস করার জন্য এই প্রশ্নপত্রগুলি বানানো হয়েছে। আশা করি আপনাদের কাজে লাগবে। Child Development & Pedagogy MCQ in Bengali For for WB TET, WBTET exam, Child Development & Pedagogy MCQ | শিশুবিকাশ এবং শিক্ষাবিদ্যা MCQ,,

আপনার নির্ধারিত সময় ২০ মিনিট ।

আপনার নির্ধারিত সময় 10 মিনিট সমাপ্ত হল ।


Child Development & Pedagogy

শিশু মনস্তত্ব ও পেডাগজি / Child Development & Child Pedagogy

1 / 30

1. সর্বপ্রথম কে IQ-এর ধারনা দেয়?

2 / 30

2. বুদ্ধি পরিমাপ করার জন্য স্ট্যানফোর্ড বিনে অভীক্ষার নর্ম তৈরীতে ব্যাবহৃত হয় নিচের কোনটি?

3 / 30

3. নীচের কোনটি ভুল?

শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার তাৎপর্য হল

4 / 30

4. নীচের কোন উত্তরটি সঠিক?

5 / 30

5. নীচের কোনটি ভুল

বুদ্ধির ত্রিমাত্রিক তত্তে -

6 / 30

6. সৃজনশীলতার উপাদান নয় নিচের কোনটি?

7 / 30

7. নীচের কোন সম্পর্কটি নির্ভরযোগ্যতা ও যথার্থতার ভেতর বিদ্যমান

8 / 30

8. কোন তত্ত্বে অপসারী চিন্ত উপাদানটির কথা উল্লেখিত হয়েছে?

9 / 30

9. স্ট্যানফোর্ড বিনের বুদ্ধি অভীক্ষায় (১৯৩৭) মোট পদের সংখ্যা কটি ?

10 / 30

10. সামাজিক যোগাযোগ করার ক্ষেত্রে সবচেয় গুরুত্বপূর্ণ উপাদান কোনটি ?

11 / 30

11. নীচের কোনটি ভুল ?

12 / 30

12. একটি ভাষা থেকে অপর ভাষায় রূপান্তর যোগ্যতা নীচের কোনটিকে প্রমাণিত করে ?

13 / 30

13. চিন্তনের উপর ভাষার প্রভাব কে নিচের কোন দিক থেকে সমালচনা করা যায় ?

14 / 30

14. দ্বিউপাদান তত্ত্বের ক্ষমতা দুটি কি কি ?

15 / 30

15. নীচের কোনটি ব্যাক্তিভিত্তিক শিক্ষন পদ্ধতি ?

16 / 30

16. পাঠ্যবিষয় সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কী করা উচিৎ ?

17 / 30

17. নীচের কাজগুলির মধ্যে কোন্‌টি একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

18 / 30

18. সমাজে নারী এবং পুরুষের ভেতরে কাজের পার্থক্য নির্ণয়ে কোন উপাদানটি প্রভাব ফেলে ?

19 / 30

19. পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হলঃ

20 / 30

20. ব্যাক্তিগত পার্থক্য সম্বন্ধে জ্ঞানার্জন নীচের কোনটিকে সাহায্য করে ?

21 / 30

21. ক্লাসে কোন ছাত্র আন হয়ে পড়লে শিক্ষক হিসাবে কি করা উচিত ?

22 / 30

22. নীচের কোনটি সহজাত পার্থক্য ?

23 / 30

23. নীচের কোনটির উপর ব্যাক্তিগত পার্থক্য নির্ভর করে ?

24 / 30

24. নীচের কোনটিকে বুঝতে সাহায্য করে শিক্ষাজগতে ব্যক্তিগত পার্থক্য নীতি ?

25 / 30

25. শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ —

26 / 30

26. শিখন সমস্যা বলতে বোঝায়—

27 / 30

27. প্রকৃতপক্ষে একজন মানুষের বিকাশ শুরু হয় কখন —

28 / 30

28. শিশুর দ্রুত মানচিত্রকরণ কোন সময় দেখা যায় --

29 / 30

29. এমিল কার লেখা বই -

30 / 30

30. Gang age কোন সময় কাল কে বলা হয় -

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন।

Your score is

Child Development & Child pedagogy suggestion PDF 👇

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

]]>
https://mcq.shekhapora.com/child-development-pedagogy-mcq-set-2/feed/ 0
বাংলা পেডাগগি || MCQ Practice Online for free|| Bengali Pedagogy https://mcq.shekhapora.com/bengali-pedagogy/ https://mcq.shekhapora.com/bengali-pedagogy/#comments Mon, 07 Nov 2022 18:56:45 +0000 https://mcq.shekhapora.com/?p=181 বাংলা পেডাগগি || MCQ Practice Online for free|| Bengali Pedagogy

WB PTET , প্রাইমারি টেট ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, WBSLST TET এর প্রস্তুতির জন্য , ছাত্রছাত্রীদের জন্য, যারা ক্যুইজ ভালোবাসেন তাদের জন্য এই সাইটে বিভিন্ন ক্যুইজ পাবেন। একের পর একটি ক্যুইজ সমাপ্ত করতে থাকুন আর জীবনে সফল হতে থাকুন। সবচেয়ে বেশি পরীক্ষাদাতা এবং সবচেয়ে বেশি স্কোরকারীকে পুরস্কৃত করা হবে । ইমেইল করে আগাম জানানো হবে। আজকের বিষয় বাংলা ও বাংলা পেডাগগি Quiz পর্ব -১।

শুরু করে দাও Online MCQ Practice ; Bengali and Bengali Pedagogy👇 👇

আপনার নির্ধারিত সময় 10 মিনিট ।

আপনার নির্ধারিত সময় 10 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ও বাংলা পেডাগগি

বাংলা ও পেডাগজি

1 / 30

1. নিম্নলিখিত গদ্যাংশটি ভালোভাবে পাঠ করুন, পরবর্তী প্রশ্নগুলির সঠিক উত্তরটি চিহ্নিত করুন।

পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আর যাহাই হউক, আমাদের পুরাতন বিচিত্র উৎসব-কলা যে ক্রমশ বিলুপ্ত হইতে বসিয়াছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। এখনকার উৎসবগুলি ক্রমশই যেন আপিসি ছাদে গঠিত হইয়া উঠিতেছে—তাহার মধ্যে দেনাপাওনা হিসাবপত্রের হাঙ্গামা যত অধিক আনন্দ আর সে পরিমাণে নাই। পূর্বে যে দেনাপাওনার সম্বন্ধ আদৌ ছিল না তাহা নহে, এবং হয়তো সূক্ষ্ম- রূপে বিচার করিয়া দেখিলে আর্থিক সম্বন্ধ তখনও এখনকার মতো প্রবল ছিল, কিন্তু অন্য প্রকার সম্বন্ধের আবরণে এই হিসাবি সম্বন্ধটা তখন কোথাও বড়ো প্রবল হইয়া আত্মপ্রকাশ করিবার অবসর পাইয়া উঠে নাই। ব্রাহ্মণ ফলাহারের পর দক্ষিণা না লইয়া বাড়ি ফিরিতেন না, কিন্তু দাতা ও গ্রহীতার মধ্যে এমন একটি মধুর সম্বন্ধ ছিল যে, দক্ষিণার আর্থিকতা তাহার মধ্যে স্থান পাইত না। মন্ত্রপাঠের ব্রাহ্মণ হইতে শুরু করিয়া কামার, কুমোর, ধোপা, নাপিত, হাড়ি, ডোম পর্যন্ত সকলেরই নিজ নিজ মর্যাদানুসারে উৎসবাঙ্গে স্থান নির্দিষ্ট ছিল—কাহাকেও বাদ দিলে চলিত না।

প্রশ্নঃ  পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আমাদের পুরাতন বিচিত্র উৎসব-কলা  কী হয়েছেঃ

2 / 30

2. নিম্নলিখিত গদ্যাংশটি ভালোভাবে পাঠ করুন, পরবর্তী প্রশ্নগুলির সঠিক উত্তরটি চিহ্নিত করুন।

পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আর যাহাই হউক, আমাদের পুরাতন বিচিত্র উৎসব-কলা যে ক্রমশ বিলুপ্ত হইতে বসিয়াছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। এখনকার উৎসবগুলি ক্রমশই যেন আপিসি ছাঁদে গঠিত হইয়া উঠিতেছে—তাহার মধ্যে দেনাপাওনা হিসাবপত্রের হাঙ্গামা যত অধিক আনন্দ আর সে পরিমাণে নাই। পূর্বে যে দেনাপাওনার সম্বন্ধ আদৌ ছিল না তাহা নহে, এবং হয়তো সূক্ষ্ম- রূপে বিচার করিয়া দেখিলে আর্থিক সম্বন্ধ তখনও এখনকার মতো প্রবল ছিল, কিন্তু অন্য প্রকার সম্বন্ধের আবরণে এই হিসাবি সম্বন্ধটা তখন কোথাও বড়ো প্রবল হইয়া আত্মপ্রকাশ করিবার অবসর পাইয়া উঠে নাই। ব্রাহ্মণ ফলাহারের পর দক্ষিণা না লইয়া বাড়ি ফিরিতেন না, কিন্তু দাতা ও গ্রহীতার মধ্যে এমন একটি মধুর সম্বন্ধ ছিল যে, দক্ষিণার আর্থিকতা তাহার মধ্যে স্থান পাইত না। মন্ত্রপাঠের ব্রাহ্মণ হইতে শুরু করিয়া কামার, কুমোর, ধোপা, নাপিত, হাড়ি, ডোম পর্যন্ত সকলেরই নিজ নিজ মর্যাদানুসারে উৎসবাঙ্গে স্থান নির্দিষ্ট ছিল—কাহাকেও বাদ দিলে চলিত না।

প্রশ্নঃ পূর্বে উৎসবগুলিতে দেনাপাওনার সম্বন্ধ—

3 / 30

3. নিম্নলিখিত গদ্যাংশটি ভালোভাবে পাঠ করুন, পরবর্তী প্রশ্নগুলির সঠিক উত্তরটি চিহ্নিত করুন।

পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আর যাহাই হউক, আমাদের পুরাতন বিচিত্র উৎসব-কলা যে ক্রমশ বিলুপ্ত হইতে বসিয়াছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। এখনকার উৎসবগুলি ক্রমশই যেন আপিসি ছাঁদে গঠিত হইয়া উঠিতেছে—তাহার মধ্যে দেনাপাওনা হিসাবপত্রের হাঙ্গামা যত অধিক আনন্দ আর সে পরিমাণে নাই। পূর্বে যে দেনাপাওনার সম্বন্ধ আদৌ ছিল না তাহা নহে, এবং হয়তো সূক্ষ্ম- রূপে বিচার করিয়া দেখিলে আর্থিক সম্বন্ধ তখনও এখনকার মতো প্রবল ছিল, কিন্তু অন্য প্রকার সম্বন্ধের আবরণে এই হিসাবি সম্বন্ধটা তখন কোথাও বড়ো প্রবল হইয়া আত্মপ্রকাশ করিবার অবসর পাইয়া উঠে নাই। ব্রাহ্মণ ফলাহারের পর দক্ষিণা না লইয়া বাড়ি ফিরিতেন না, কিন্তু দাতা ও গ্রহীতার মধ্যে এমন একটি মধুর সম্বন্ধ ছিল যে, দক্ষিণার আর্থিকতা তাহার মধ্যে স্থান পাইত না। মন্ত্রপাঠের ব্রাহ্মণ হইতে শুরু করিয়া কামার, কুমোর, ধোপা, নাপিত, হাড়ি, ডোম পর্যন্ত সকলেরই নিজ নিজ মর্যাদানুসারে উৎসবাঙ্গে স্থান নির্দিষ্ট ছিল—কাহাকেও বাদ দিলে চলিত না।

প্রশ্নঃ পূর্বে দাতা-গ্রহীতার মধ্যে- 

4 / 30

4. নিম্নলিখিত গদ্যাংশটি ভালোভাবে পাঠ করুন, পরবর্তী প্রশ্নগুলির সঠিক উত্তরটি চিহ্নিত করুন।

পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আর যাহাই হউক, আমাদের পুরাতন বিচিত্র উৎসব-কলা যে ক্রমশ বিলুপ্ত হইতে বসিয়াছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। এখনকার উৎসবগুলি ক্রমশই যেন আপিসি ছাঁদে গঠিত হইয়া উঠিতেছে—তাহার মধ্যে দেনাপাওনা হিসাবপত্রের হাঙ্গামা যত অধিক আনন্দ আর সে পরিমাণে নাই। পূর্বে যে দেনাপাওনার সম্বন্ধ আদৌ ছিল না তাহা নহে, এবং হয়তো সূক্ষ্ম- রূপে বিচার করিয়া দেখিলে আর্থিক সম্বন্ধ তখনও এখনকার মতো প্রবল ছিল, কিন্তু অন্য প্রকার সম্বন্ধের আবরণে এই হিসাবি সম্বন্ধটা তখন কোথাও বড়ো প্রবল হইয়া আত্মপ্রকাশ করিবার অবসর পাইয়া উঠে নাই। ব্রাহ্মণ ফলাহারের পর দক্ষিণা না লইয়া বাড়ি ফিরিতেন না, কিন্তু দাতা ও গ্রহীতার মধ্যে এমন একটি মধুর সম্বন্ধ ছিল যে, দক্ষিণার আর্থিকতা তাহার মধ্যে স্থান পাইত না। মন্ত্রপাঠের ব্রাহ্মণ হইতে শুরু করিয়া কামার, কুমোর, ধোপা, নাপিত, হাড়ি, ডোম পর্যন্ত সকলেরই নিজ নিজ মর্যাদানুসারে উৎসবাঙ্গে স্থান নির্দিষ্ট ছিল—কাহাকেও বাদ দিলে চলিত না।

প্রশ্নঃ তখনকার দিনে উৎসবাঙ্গে সমাজের সকল শ্রেণির মর্যাদা- 

5 / 30

5. নিম্নলিখিত গদ্যাংশটি ভালোভাবে পাঠ করুন, পরবর্তী প্রশ্নগুলির সঠিক উত্তরটি চিহ্নিত করুন।

পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে আর যাহাই হউক, আমাদের পুরাতন বিচিত্র উৎসব-কলা যে ক্রমশ বিলুপ্ত হইতে বসিয়াছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। এখনকার উৎসবগুলি ক্রমশই যেন আপিসি ছাঁদে গঠিত হইয়া উঠিতেছে—তাহার মধ্যে দেনাপাওনা হিসাবপত্রের হাঙ্গামা যত অধিক আনন্দ আর সে পরিমাণে নাই। পূর্বে যে দেনাপাওনার সম্বন্ধ আদৌ ছিল না তাহা নহে, এবং হয়তো সূক্ষ্ম- রূপে বিচার করিয়া দেখিলে আর্থিক সম্বন্ধ তখনও এখনকার মতো প্রবল ছিল, কিন্তু অন্য প্রকার সম্বন্ধের আবরণে এই হিসাবি সম্বন্ধটা তখন কোথাও বড়ো প্রবল হইয়া আত্মপ্রকাশ করিবার অবসর পাইয়া উঠে নাই। ব্রাহ্মণ ফলাহারের পর দক্ষিণা না লইয়া বাড়ি ফিরিতেন না, কিন্তু দাতা ও গ্রহীতার মধ্যে এমন একটি মধুর সম্বন্ধ ছিল যে, দক্ষিণার আর্থিকতা তাহার মধ্যে স্থান পাইত না। মন্ত্রপাঠের ব্রাহ্মণ হইতে শুরু করিয়া কামার, কুমোর, ধোপা, নাপিত, হাড়ি, ডোম পর্যন্ত সকলেরই নিজ নিজ মর্যাদানুসারে উৎসবাঙ্গে স্থান নির্দিষ্ট ছিল—কাহাকেও বাদ দিলে চলিত না।

প্রশ্নঃ  উৎসবের প্রাণ হল—

6 / 30

6. উন্নতি শব্দের সঠিক বিশেষণ রূপ হবেঃ

7 / 30

7. কর্মপ্রবচনীয়  কার আরেক নাম

8 / 30

8. ‘ক্ষ’ বর্ণটির বিশ্লেষণ হল-

9 / 30

9. অজ্ঞ   শব্দের সঠিক বিপরীত শব্দ হবেঃ

10 / 30

10. গবেষণাশব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবেঃ 

11 / 30

11. ‘রাজপথ’ – এর ব্যাসবাক্য কোনটি ? 

12 / 30

12. জন্ম>জনম – এই পরিবর্তনটি হলঃ

13 / 30

13. বংশী > বাঁশি —কোন্ শব্দের উদাহরণ ?

14 / 30

14. ‘গুপী গায়েন বাঘা বায়েন’ - এর রচয়িতা- 

15 / 30

15. কোনটি স্বরসন্ধির উদাহরণ ?

16 / 30

16. শিশুরা কোন্ ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়ঃ

17 / 30

17. কোনো নীচু শ্রেণিতে কোনো একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন, তিনি অবশ্যইঃ

18 / 30

18. শিক্ষকের সহায়তায় স্বামী বিবেকানন্দ সম্পর্কে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বলতে দেওয়া হল। বাস্তবিক কী দেখা যাবেঃ

19 / 30

19. শ্রেণিকক্ষে পড়াতে গিয়ে বাংলা ভাষা শিক্ষক সমগ্র পাঠটিকে যদি সময়মতো শেষ করতে চান তাহলে তার করণীয়—

20 / 30

20. সাহিত্যের কোনো একটি বিষয় লিখতে গেলে ছাত্ররা ভুল করলে কোনটি করা যাবে নাঃ

21 / 30

21. কোনো শিক্ষার্থী যদি তার লিখিত প্রবন্ধে কাউকে আঘাত দিয়ে লেখে সেক্ষেত্রেঃ

22 / 30

22. প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষা দেওয়ার অর্থঃ

23 / 30

23. শিক্ষার্থীর মাতৃভাষা শেখার জন্য ব্যাকরণ পাঠঃ

24 / 30

24. যে শব্দগুলি পারল না সেগুলি শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মাধ্যমে বোর্ডে লেখালেন।  —এতে কী ধরনের শিখন হবেঃ

25 / 30

25. একজন বিজ্ঞানের ছাত্র সাহিত্য পড়তে মোটেই ভালোবাসে না সে ক্ষেত্রেঃ

26 / 30

26. কোনো শিক্ষার্থীর ভাষার উপর দক্ষতা কোন্ বিষয়টিকে গড়ে তোলে ?

27 / 30

27. দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দের বিপরীতার্থক শব্দ ও তাই দিয়ে বাক্যগঠন করার মধ্যে শিক্ষার্থীদের কী ধরণের প্রত্যক্ষ শিখন হল-

28 / 30

28. কোনো শিক্ষার্থীর জন্য 'অভিভাবকের ভাষা’ বলতে বোঝায়ঃ

29 / 30

29. একজন শিক্ষক শিশুর কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য নিচের কোনটি করবেনঃ

30 / 30

30. গদ্য শিক্ষণের ক্ষেত্রে যে সকল বিষয় অবলম্বন করতে হয় তা হল:

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে । একটু অপেক্ষা করুন।

Your score is

Child Development & Child pedagogy suggestion PDF 👇

https://shekhapora.com/child_development_and_pedagogy_pdf/

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

HS Bengali Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Higher Secondary Bengali Suggestion 2023 | PDF Download

]]>
https://mcq.shekhapora.com/bengali-pedagogy/feed/ 3