slst bengali set – Shekhapora Quiz https://mcq.shekhapora.com SSC MCQ Quiz Wed, 26 Jun 2024 17:17:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 মঙ্গলকাব্যের ইতিহাস MCQ Practice SET-1 || মঙ্গলকাব্য MCQ প্রশ্নোত্তর https://mcq.shekhapora.com/mongolkabyo_mcq/ https://mcq.shekhapora.com/mongolkabyo_mcq/#respond Wed, 01 May 2024 07:10:44 +0000 https://mcq.shekhapora.com/?p=348 মঙ্গলকাব্যের ইতিহাস MCQ Practice SET-1 || মঙ্গলকাব্য MCQ প্রশ্নোত্তর

প্রশ্ন সংখ্যা - 30

আপনার নির্ধারিত সময় 20 মিনিট ।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


মঙ্গলকাব্য ( SLST/ নবম - দশম সিলেবাস)

1 / 30

1. উত্তরবঙ্গের একজন মনসামঙ্গলের কবি হলেন -

2 / 30

2. মঙ্গলকাব্যের অন্যতম বৈশিষ্ট্য হল -

3 / 30

3. ধর্মমঙ্গলের বাস্তব ঐতিহাসিক চরিত্রটি হল -

4 / 30

4. স্বর্গের নর্তকী রত্নমালা তালভঙ্গের অপরাধে মর্ত্যে জন্মগ্রহণ করেণ । -- মর্ত্যে কী নাম গ্রহণ করেন ?

5 / 30

5. মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ন দেবের জন্মস্থান কোথায় ?

6 / 30

6. সর্বাপেক্ষা প্রাচীন মঙ্গলকাব্য হল -

7 / 30

7. 'ধর্মমঙ্গল'-কে কে রাঢ়ের জাতীয় কাব্য বলেছেন ?

8 / 30

8. ধর্ম শব্দটি এসেছে মূল অস্ট্রিক শব্দ ------ থেকে ।

9 / 30

9. মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম কী ?

10 / 30

10. ইন্দু বিন্দু বাণ ধাতা শক নিয়োজিত।

দ্বিজ মাধব গায় সারদা চরিত ।। -- এর থেকে রচনাকাল কত খ্রিস্টাব্দ পাওয়া যায় ?

11 / 30

11. চণ্ডীমঙ্গলকাব্যে প্রথমে কোন দেবতার বন্দনা করা হয়েছে ?

12 / 30

12. কোন মঙ্গল কবির উপাধি ছিল 'সুকবি-বল্লভ' ?

13 / 30

13. এঁদের মধ্যে কে মঙ্গলকাব্যের কবি নন ? 

14 / 30

14. কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে মোট কতগুলি পালা আছে ?

15 / 30

15. “শাকে সিমে জড় হৈলে যত শক হয়।

তিন বাণ চারি যুগ বেদে যত রয়।।

রসের উপর রস তার রস দেহ।

এই শকে গীত হল লখা করি লেহ।।”  -- এই ভণিতাটি কোন কবির ?

16 / 30

16. কোন জোড়াটি সঠিক নয় -

17 / 30

17. কবি মুকুন্দরাম কোথায় জন্মগ্রহন করেন ?

18 / 30

18. '' শাকে রস রস বেদ শশাঙ্ক গনিতা ।

কতদিনে দিলা গীত হরের বনিতা।। ''

- কার কালজ্ঞাপক শ্লোক ?

19 / 30

19. চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কী ?

20 / 30

20. ঋতুশশী বেদ শশী পরিমিত শক।
সুলতান হোসেন শাহ নৃপতি তিলক।। -- এর থেকে রচনাকাল কত খ্রিস্টাব্দ পাওয়া যায় ? 

21 / 30

21. রঞ্জাবতী কোন কাব্যের চরিত্র ?

22 / 30

22. মনসামঙ্গলের অন্যতম কবি বিজয় গুপ্তের জন্ম স্থান কোথায় ?

23 / 30

23. কেতকাদাস ক্ষেমানন্দ কোথায় জন্মগ্রহণ করেন ?

24 / 30

24. কালকেতু ও ফুল্লরা স্বর্গে কী নামে পরিচিত ছিল ?

25 / 30

25. 'হাকন্দপুরাণ’ কার রচিত কাব্য গ্রন্থ ?

26 / 30

26. কবি নারায়ন দেবের কাব্যের নাম কী ?

27 / 30

27. কালকেতু ও ফুল্লরার পুত্রের নাম কী ?

28 / 30

28. ‘ফুল্লাবার বারমাস্যা ’ কোন মঙ্গলকাব্যের অন্তগর্ত ?

29 / 30

29. ধর্মপূজার আদি পুরোহিত হলেন --

30 / 30

30. তিনি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কৃষ্ণপুর কুকুরা গ্রামে ব্রাহ্মণবংশে ১৬৬৯ সালে জন্মগ্রহণ করেন। পিতার নাম গৌরীকান্ত এবং মাতার নাম সীতাদেবী। -- 'তিনি' হলেন -

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু হাসিমুখে অপেক্ষা করুণ। Best of Luck 👍

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। কারক-অকারক MCQ TEST

১০। বাংলা ব্যাকরণ MCQ TEST

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

আরো দেখে রাখতে পারেন👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

]]>
https://mcq.shekhapora.com/mongolkabyo_mcq/feed/ 0