TET – Shekhapora Quiz https://mcq.shekhapora.com SSC MCQ Quiz Wed, 11 Jan 2023 16:35:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.1 ধ্বনি ও বর্ণ MCQ TEST Online | ধ্বনি ও বর্ণ পরীক্ষা দাও । https://mcq.shekhapora.com/bengali_grammer-mcq-test-online/ https://mcq.shekhapora.com/bengali_grammer-mcq-test-online/#respond Wed, 11 Jan 2023 07:25:07 +0000 https://mcq.shekhapora.com/?p=268 ধ্বনি ও বর্ণ MCQ TEST Online👇👇

আপনার নির্ধারিত সময় 20 মিনিট ।

তোমার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল।


বাংলা ব্যাকরণ

ধ্বনি ও বর্ণ MCQ

1 / 25

1. আন্তর্জাতিক মৌলিক স্বরধ্বনির সংখ্যা মোট কত ?

2 / 25

2. ঐ, ঔ হল -

3 / 25

3. পাশাপাশি দুটি স্বরধ্বনি একটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হলে মিলিত স্বরধ্বনিটিকে বলা হয়ঃ- 

4 / 25

4. প, ফ, ব, ভ, ম্  ধ্বনিগুলি হল —

5 / 25

5. কোন মৌলিক স্বরটি বাংলা বর্ণমালায় নেই ?

6 / 25

6. ট, ঠ, ড, ঢ, ণ কোন ধ্বনির উদাহরণঃ-

7 / 25

7. অক্ষর হল কোনো শব্দের --

8 / 25

8. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন হলঃ-

9 / 25

9. নীচের কোনটি বাগযন্ত্রের অংশ নয়ঃ -

ঠোঁট, কণ্ঠ, দন্ত, নাসিকা, জিহ্বা, ত্বক

10 / 25

10. ঘােষধ্বনি উচ্চারণকালে অঘােষধ্বনিতে পরিবর্তিত হলে তাকে বলেঃ-

11 / 25

11. ' কাদম্বরী ' -- কথাটির দল বা অক্ষর বিশ্লেষণ করলে হবেঃ-

12 / 25

12. পরীক্ষা - কথাটির বর্ণ বিশ্লেষণ করলে কোনটি সঠিক ?

13 / 25

13. যে ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয় , তাদের বলেঃ--

14 / 25

14. ঘোষ কথাটির অর্থঃ

15 / 25

15. বাংলা ভাষায় মোট মাত্রাহীন বর্নের সংখ্যাঃ

16 / 25

16. বাংলা ভাষায় মোট যৌগিক স্বরধ্বনি আছেঃ

17 / 25

17. ধ্বনির লিখিত রূপকে বলেঃ

18 / 25

18. ভাষার উচ্চারণযোগ্য ক্ষুদ্রতম একক হলঃ

19 / 25

19. বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দাংশ হলঃ

20 / 25

20. 'জ' ধ্বনিটি হলঃ

21 / 25

21. 'অ' ধ্বনিটি হলঃ

22 / 25

22. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ঃ

23 / 25

23. ব্যঞ্জন বর্নের সংক্ষিপ্ত রূপ বা ফলা মোট বাংলায় আছেঃ

24 / 25

24. মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যাঃ

25 / 25

25. একটি অর্ধমাত্রার বর্ণ হলঃ

একটু অপেক্ষা করো। তোমার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু মিষ্টি করে হেসে দেখে নাও কত পেয়েছো। কোনো ভুল থাকলে শিখে নেবে।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

]]>
https://mcq.shekhapora.com/bengali_grammer-mcq-test-online/feed/ 0
বাংলা ও বাংলা পেডাগজি MCQ SET-2 | CTET Bengali MCQ | WBPTET https://mcq.shekhapora.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a6%bf-mcq-set-2/ https://mcq.shekhapora.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a6%bf-mcq-set-2/#comments Fri, 02 Dec 2022 02:39:33 +0000 https://mcq.shekhapora.com/?p=217 বাংলা পেডাগগি || MCQ Practice Online for free|| Bengali Pedagogy

WB PTET , প্রাইমারি টেট ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, WBSLST TET এর প্রস্তুতির জন্য , ছাত্রছাত্রীদের জন্য, যারা ক্যুইজ ভালোবাসেন তাদের জন্য এই সাইটে বিভিন্ন ক্যুইজ পাবেন। একের পর একটি ক্যুইজ সমাপ্ত করতে থাকুন আর জীবনে সফল হতে থাকুন। সবচেয়ে বেশি পরীক্ষাদাতা এবং সবচেয়ে বেশি স্কোরকারীকে পুরস্কৃত করা হবে । ইমেইল করে আগাম জানানো হবে। আজকের বিষয় বাংলা ও বাংলা পেডাগগি Quiz পর্ব -২।

শুরু করে দাও Online MCQ Practice SET-2 ; Bengali and Bengali Pedagogy👇 👇

  1. আপনার সময় গণনা শুরু হবে।

আপনার নির্ধারিত সময় 20 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ও বাংলা পেডাগগি

বাংলা ও বাংলা পেডাগজি MCQ SET 2

1 / 30

1. হ্রদ > হদ > দ  --- এখানে ধ্বনি পরিবর্তনের  কোন কোন নিয়ম ক্রিয়াশীল ?

2 / 30

2. শিশুদের শেখানোর জন্য শিক্ষকদের একটি বিষয় জানা জরুরি -

3 / 30

3. যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ধ্বনিবাহী বায়ুর বহির্গমণ  পথ রুদ্ধ হয়ে যায় , সেগুলিকে বলা হয় ----

4 / 30

4. পঞ্চম শ্রেণির  Learning English কাদের দ্বারা সঞ্চলিত ?

5 / 30

5. ক্ষুদ্র শাখা = প্রশাখা ’- এই দৃষ্টান্তটি সমাসের প্রকারভেদ অনুসারে কোন সমাসের দৃষ্টান্ত ?

6 / 30

6. পঞ্চম শ্রেণির একটি ছাত্র কোন পর্বে পড়ে ?

7 / 30

7. প্রথামুক্ত শিক্ষাকে কার্যকরী করে তুলতে প্রয়োজন-

8 / 30

8. PET এর পুরো নাম হলঃ-

9 / 30

9.  

রবীন্দ্রনাথের  ‘ বাংলা শব্দতত্ত্ব ’ নামে গ্রন্থটি ১৩৪২ বঙ্গাব্দে প্রকাশিত হয় । এর আগে ‘ শব্দতত্ত্ব ’  নামে এটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল ?

10 / 30

10. সু গন্ধ যার ’–এই ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হবে—

11 / 30

11. প্রাক-প্রাথমিক স্তরে একটি শিশুকে শেখানো উচিত -

12 / 30

12.  শব্দের ব্যুৎপত্তিগত বিচারে কোনটি অন্যদের থেকে আলাদা শব্দ ?

13 / 30

13. দ্বিতীয় শ্রেণির সহজ পাঠে মোট কতগুলি ভাগ আছে ?

14 / 30

14. সমাসবদ্ধ হওয়ার পরে যা --------- বোঝায় , তাকে দ্বিগু সমাস বলে । শূন্যস্থানে যে-বিকল্পটি বসবে , তা হল-

15 / 30

15. নিয়মঃ- আ+ ঋ = অর , আ + ঋত = আর্ত     

উদাহরণ :-   তৃষ্ণার্ত ,  ক্ষুধার্ত , শীতার্ত , মহর্ষি  --- উদাহরণের মধ্যে কোনটি উপরের নিয়মের বাইরে ?

 

16 / 30

16. অলসতায় সময় নষ্ট করবে না।  --- অস্ত্যর্থক বাক্যে কী হবে ?

17 / 30

17. নিম্নলিখিত কোনটি ক্রিয়াবিশেষণ -এর অন্তর্ভুক্ত  ?

18 / 30

18. হোলির  দিন পড়ন্ত বিকেল ।  চিহ্নিত পদটির ক্রিয়ার অন্বয়গত পরিচয় হল  --

19 / 30

19. মানব  শব্দের সন্ধি বিচ্ছেদ হল :-

20 / 30

20. শব্দক্রম পদ্ধতি, বাক্যক্রম পদ্ধতিতে কোন পর্বের শিশুদের শেখানো উচিত?

21 / 30

21. যে পদ্ধতিতে নির্বাচিত অর্থাবাচক মূল শব্দগুলির প্রত্যেকটিকে কয়েকটি স্তরে ভাগ করে আনুষঙ্গিক চিত্রসহযোগে শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়-

22 / 30

22. এর মধ্যে স্বতোনাসিক্যীভবনের উদাহরণ কোনটি ?

23 / 30

23. সেই পিদ্দিমের আলাে দেখা যায়,
জনমদুখিনির ঘর।
কবে আমি বড়াে হয়ে তাকে ছেড়ে চলে আসি।
তবু তার আঁচলের হাওয়া আজও আমার নিভৃতে,
ঘুমের সময় যত গল্প ছিল আমাদের ।
অন্ধকার ভরাত যা সবই সে তাে রূপকথার,
তবু দুঃখ ঘােচানাের গােপনতা নিয়ে।
গল্পের রাতের মধ্যে অভিভূত আমরা, ঘুমােতাম।
তারপর একদিন বেরিয়েছি,
তারপর একদিন বেরিয়েছি,
সন্ধ্যার সীমান্তজোড়া পাহাড় ডিঙিয়ে
কতদূর চ'লে গেছি,
বিভূঁই মনের মধ্যে পথ খুঁজে কতবার দিশেহারা,
রূপকথার কোনো দেশ দেখিনি তো।

২। ‘ঘুমােতাম’  ক্রিয়াপদটির দ্বারা কালের কী প্রকারের পরিচয় পাওয়া যায় ?

24 / 30

24. স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি ধ্বনির যথার্থ উচ্চারণ করতে হবে । এটি একটি-

25 / 30

25. রােজ বিকেলে মাঠে খেলতে যেত। -- এই বাক্যে উদ্দেশ্য পদটি হল —

26 / 30

26. নিম্নোক্ত পদগুলির মধ্যে বিশেষণ  পদটি  হল --

27 / 30

27. ষষ্ঠ এর সন্ধি করো-

28 / 30

28. আমি আপনার কথামৃত শ্রবণ করে ধন্য হলাম । এখানে কথামৃত পদে উপমেয় পদটি হল—

29 / 30

29. কোন বানানটি সঠিক ?

30 / 30

30. হর্ষ  শব্দটির বিপরীত শব্দ কী –

আপনার রেজাল্ট তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন। আপনার ধৈর্য্য আপনার পক্ষে ভালো।

Your score is

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

HS Bengali Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Higher Secondary Bengali Suggestion 2023 | PDF Download

]]>
https://mcq.shekhapora.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a6%bf-mcq-set-2/feed/ 1
পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ Practice SET 2 || EVS & EVS Pedagogy MCQ Practice SET 2 | primary online mock test https://mcq.shekhapora.com/evs_mcq_2/ https://mcq.shekhapora.com/evs_mcq_2/#respond Sun, 27 Nov 2022 06:49:12 +0000 https://mcq.shekhapora.com/?p=200 WB TET , EVS & Pedagogy MCQ SET-2, যে কোনো প্রতিযোগিতার জন্য MCQ exam. এর ভালো প্রস্তুতির একমাত্র এবং সেরা পদ্ধতিই হল নিয়মিত পরীক্ষা দেওয়া। অর্থাৎ বিষয় ধরে ধরে ছোটো ছোটো ভাগে পরীক্ষা দেওয়া। আমাদের এখানে West Bengal SLST এর PTET এর সিলাবাস অনুযায়ী অভ্যাস করার জন্য এই প্রশ্নপত্রগুলি বানানো হয়েছে। আশা করি আপনাদের কাজে লাগবে। EVS & EVS Pedagogy MCQ in Bengali For for WB TET, WBTET exam, Child Development & Pedagogy MCQ | পরিবেশ বিদ্যা ও পরিবেশ বিদ্যা পেডাগজি MCQ | primary online mock test | WB Primary Tet Online Mock 

পরিবেশ বিদ্যা ও পরিবেশ বিদ্যা পেডাগজি MCQ SET 2 👇👇| Primary Online Mock Test

  1. আপনার নির্ধারিত সময় 10 মিনিট ।

আপনার নির্ধারিত সময় 10 মিনিট সমাপ্ত হল ।


EVS & Pedagogy

EVS SET 2

1 / 30

1. শ্রেণি কক্ষে পরিবেশশিক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ হল -

2 / 30

2. ভারতের যে রাজ্যে লাল বৃষ্টি হয়েছিল, সেটি  হল -

 

3 / 30

3. শিক্ষার্থীদের গৃহকাজ পরিক্ষার জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হল -

4 / 30

4. পরিবেশবিদ্যা শিখনের ক্ষেত্রে যে কোনও পদ্ধতির শেষে করা উচিত -

5 / 30

5. নিচের কোনটি পরিবেশ শিখনের সঙ্গে যুক্ত নয়?

6 / 30

6. শিক্ষার্থীদের বৃক্ষরোপণ প্রকল্পের উদ্দেশ্য বলা হয় -

7 / 30

7. পরিবেশশিক্ষার ক্লাসে গ্রুপ অ্যাক্টিভিটির সময় নিচে কোন বিষয়ে শিক্ষক বা শিক্ষিকাদের খেয়াল রাখতে হবে?

8 / 30

8. পরিবেশবিদ্যা পঠদানে শিক্ষক বাস্তব ঘটানার উদাহরণ দেন, এর কারণ হল -

9 / 30

9. পরিবেশবিদ্যা শিক্ষায় শিক্ষার্থীদের অবদান সম্পর্কে উদাসীনতা কাটাতে নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা যায়?

10 / 30

10. শিক্ষক পরিবেশবিদ্যা সম্পর্কিত একটি বিষয়ের উপর আলোচনা করছেন। একজন শিক্ষার্থী বিষয়ের অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষকের করণীয় হবে -

11 / 30

11. পরিবেশশিক্ষার ক্ষেত্রে সংশোধনমুলক শিক্ষণের ব্যাবস্থা করা হয় -

12 / 30

12. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ - এর উত্তরটি এক শিক্ষার্থী দিতে পারল না কারণ -

13 / 30

13. আপনি কোনও একটি শ্রেণিতে পরিবেশশিক্ষা বিষয়ে পাঠদান করছেন। শিক্ষার্থী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন?

14 / 30

14. জঙ্গল পরিদর্শন করাতে গিয়ে শিক্ষার্থীদের নীচের কোন বিষয়ে বোঝানো উচিত?

15 / 30

15. Contour Farming হল -

16 / 30

16. ধর্ম, সংস্কৃতি, ইত্যাদি হল -

17 / 30

17. প্রাথমিক স্থরে শিক্ষার্থীরা পরিবেশ পরিচিতির মাধ্যমে -

18 / 30

18. হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ও আদালতের চতুর্দিকে নিঃশব্দ অঞ্চলের ব্যাপ্তি হল -

19 / 30

19. যখন কোনও শিক্ষার্থী শিক্ষকের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনও পদ্ধতির সাহায্যে সমস্যা সমাধানে প্রবৃত্ত হয় তখন কি করা উচিত?

20 / 30

20. একজন আদর্শ পরিবেশশিক্ষার শিক্ষক বা শিক্ষিকার কাজ হবে -

21 / 30

21. যে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার জন্য বাদাবন সংরক্ষন জরুরি বলে মনে করা হয়, সেটি হল -

22 / 30

22. গ্রামের পুকুরে বাস্তুুতন্ত্র বোঝাতে ছাত্রদের কিভাবে শিক্ষা দেবেন?

23 / 30

23. রান্না করার আগে অবশ্য প্রয়োজনীয় কর্তব্য হিসেবে শিক্ষক কোনটি শেখাবেন?

24 / 30

24. বিদ্যালয়ের উদ্যোগে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। পরিবেশ-বিদ্যার শিক্ষক হিসেবে আপনার কর্তব্য হল -

25 / 30

25. LPG শব্দটির পুরো কথাটি হল -

26 / 30

26. শিক্ষক প্রাথমিকভাবে  পরিবেশশিক্ষায় শিক্ষার্থীদের জলদূষণ সম্পর্কে কিভাবে সচেতন করবেন?

27 / 30

27. সুমি চায় শিক্ষার্থীদের বৃক্ষ সংরক্ষন সম্পর্কে উৎসাহিত করতে। তবে নিচের কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য পদক্ষেপ হবে -

28 / 30

28. প্রতিটি বিদ্যালয়ে পরিবেশশিক্ষা বিষয়টি পরানো উচিত, তার কারণ -

29 / 30

29. পুঁজোর ছুটির পর পরিবেশশিক্ষার ক্লাসে শিক্ষক দেখলেন শিক্ষার্থীরা কিছু মনোযোগ সহকারে শুনছে না, সেক্ষেত্রে তিনি কি করবেন?

30 / 30

30. পরিবেশশিক্ষার কার্যকরী শিক্ষণনির্ভর করে শিক্ষক বা শিক্ষিকার

রেজাল্ট তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন।

Your score is

Child Development & Child pedagogy suggestion PDF 👇

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

]]>
https://mcq.shekhapora.com/evs_mcq_2/feed/ 0
ইতিহাস Quiz || SET 3 https://mcq.shekhapora.com/history-quiz-set-3/ https://mcq.shekhapora.com/history-quiz-set-3/#comments Sat, 17 Sep 2022 17:44:55 +0000 https://mcq.shekhapora.com/?p=123 বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, WBSLST TET এর প্রস্তুতির জন্য , ছাত্রছাত্রীদের জন্য, যারা ক্যুইজ ভালোবাসেন তাদের জন্য এই সাইটে বিভিন্ন ক্যুইজ পাবেন। একের পর একটি ক্যুইজ সমাপ্ত করতে থাকুন আর জীবনে সফল হতে থাকুন। সবচেয়ে বেশি পরীক্ষাদাতা এবং সবচেয়ে বেশি স্কোরকারীকে পুরস্কৃত করা হবে । ইমেইল করে আগাম জানানো হবে। আজকের বিষয় ইতিহাস Quiz পর্ব -৩ ।

ইতিহাস Quiz , পর্ব-৩ শুরু করতে পারেন👇

234

আপনার সময় নির্ধারিত 10 মিনিট।

আপনার সময় নির্ধারিত 10 মিনিট। সমাপ্ত ।


History GK 3

1 / 20

1.

শিবাজী কোন মারাঠা ঘরানার ছিলেন ?
A) হোলকার B) গায়কোয়ার
C) ভোঁসলে D) সিন্ধিয়া

2 / 20

2.

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ-স্বরাজ দ্বীপ হিসাবে নামকরণ কে করেছিলেন?
A) গান্ধীজী B) সুভাষ চন্দ্র বসু C) বল্লভভাই D) এদের কেউই নয়

3 / 20

3.

এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন?
A) উইলিয়াম জোন্স B) কর্নওয়ালিস
C) জন শোর D) ওয়ারেন হেস্টিংস

4 / 20

4.

কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিল ?
A) লাহোর B) অমৃতসর
C) লখনৌ C) ত্রিপুরি

5 / 20

5.

গান্ধী - আরউইন চুক্তি কোন আন্দোলনের সাথে জড়িত?
A) রাওলাট আইন B) আইন অমান্য আন্দোলন
C) অসহযোগ আন্দোলন  D) ভারত ছাড়ো

6 / 20

6.

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
A) আবুল কালাম আজাদ B) রফি আহমেদ C) আজমল খান
D) বদরুদ্দিন তায়াবজি

7 / 20

7.

মহাত্মা গান্ধী কোথায় লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন?
A) ডাণ্ডি B) সবরমতী
C) সেবাগ্রাম D) পাভনার

8 / 20

8.

কুষাণদের রাজধানী ছিল -
A) পাটলিপুত্র B) দিল্লি C) পুরুষপুর D) মথুরা

9 / 20

9.

রামচরিত মানস কার রচনা ?
A) তুলসীদাস B) কালিদাস C) রামানন্দ D) নাগসেন

10 / 20

10.

ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল?
A) গুর্জার-প্রতিহার, পাল ও চোল
B) রাষ্ট্রকূট, চোলা ও পাল
C) গুর্জার-প্রতিহার, রাষ্ট্রকূট ও চোল
D) পাল, রাষ্ট্রকূট এবং গুর্জার-প্রতিহার

11 / 20

11.

আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী ?
A) মালিক কাফুর B) জাফর খাঁ
C) ওসমান খাঁ D) বৈরাম খাঁ

12 / 20

12.

“ আলমগীর ” উপাধি গ্রহণ করেন ?
A) মোহম্মদ বিন তুঘলক B) শাহজাহান
C) ঔরঙ্গজেব D) আলাউদ্দিন খিলজী

13 / 20

13.

ঘোড়ায় ডাক চলাচলের ব্যবস্থা করেন ?
A) আলাউদ্দীন খিলজী B) রাজিয়া
C) আকবর D) শেরশাহ

14 / 20

14.

শ্রুতি বলা হয় -
A) উপনিষদ B) আরণ্যক
C) বেদ D) পুরাণ

15 / 20

15.

হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A) সিন্ধু B) রবি C) আসকিনি
D) সরস্বতী

16 / 20

16.

জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন?
A) ঋষভনাথ B) পার্শ্বনাথ
C) অজিতনাথ D) মহাবীর

17 / 20

17.

বৌদ্ধধর্মে "ত্রিরত্নের" অর্থ কী?
A) ত্রিপিটক B) বুদ্ধ, ধম্ম, সংঘ
C) সত্য, অহিংসা, করুণা
D) শীল, সমাধি, সংঘ

18 / 20

18.

'দেবানামপ্রিয়া প্রিয়দর্শী' নামে পরিচিত কে?
A) অশোক মৌর্য B) বিন্দুসার মৌর্য
C) চন্দ্রগুপ্ত মৌর্য D) মহাপদ্ম নন্দ

19 / 20

19.

কোন শাসক ভারতের নেপোলিয়ন নামে পরিচিত?
A) রামগুপ্ত B) স্কন্দগুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত D) সমুদ্রগুপ্ত

20 / 20

20.

হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন ?
A) বিম্বিসার B) ধননন্দ
C) অজাতশত্রু D) উদয়ন

Your score is

Child Development & Child pedagogy suggestion PDF 👇

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

]]>
https://mcq.shekhapora.com/history-quiz-set-3/feed/ 1
ইতিহাস Quiz || SET 2 https://mcq.shekhapora.com/histiry_quiz_set-2/ https://mcq.shekhapora.com/histiry_quiz_set-2/#comments Thu, 08 Sep 2022 18:39:48 +0000 https://mcq.shekhapora.com/?p=100 বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, WBSLST TET এর প্রস্তুতির জন্য , ছাত্রছাত্রীদের জন্য, যারা ক্যুইজ ভালোবাসেন তাদের জন্য এই সাইটে বিভিন্ন ক্যুইজ পাবেন। একের পর একটি ক্যুইজ সমাপ্ত করতে থাকুন আর জীবনে সফল হতে থাকুন। সবচেয়ে বেশি পরীক্ষাদাতা এবং সবচেয়ে বেশি স্কোরকারীকে পুরস্কৃত করা হবে । ইমেইল করে আগাম জানানো হবে। আজকের বিষয় ইতিহাস Quiz পর্ব -২ ।

ইতিহাস Quiz , পর্ব-২ শুরু করতে পারেন👇

259

নির্দিষ্ট ১০ মিনিটে ২০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।

দুঃখিত । আপনার   সময় শেষ।


History GK2

History Quiz 2

1 / 20

1. ভারতীয় পুরাণের মোট সংখ্যা কত ?   

2 / 20

2. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ -এর ডাক দিয়েছিলেন ?

3 / 20

3. আর্য সমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন—

4 / 20

4. 'আনন্দমঠ'  উপন্যাসটি কিসের ওপরে ভিত্তি করে তৈরী ?  

5 / 20

5.  কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল—

6 / 20

6. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ?

7 / 20

7. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ? 

8 / 20

8. 'রাম রহিম এক হে ' - এই উক্তিটি কার ? 

9 / 20

9. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

10 / 20

10. ‘তিতুমির’ কোন বিদ্রোহের নেতা ছিলেন ?

11 / 20

11. কোন প্রাচীন ভারতীয় পুঁথিকে দর্শনের পুঁথি  বলা হয় ?

12 / 20

12.  খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে 16 টি মহাজন’পদের মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে ছিল ?

13 / 20

13. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?

14 / 20

14. দক্ষিণ ভারতে কোন গ্রন্থকে ‘পঞ্চম বেদ’  বলা হয় ?

15 / 20

15. কলহনের 'রাজতরঙ্গিনী' কোথাকার ইতিহাসের বিবরণ – 

16 / 20

16. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেন ? 

17 / 20

17. গান্ধিজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?

18 / 20

18. সুফি  শব্দটি আরবি শব্দ 'সাফা' থেকে এসেছে যার অর্থ হল-

19 / 20

19. লাল কেল্লা কে তৈরি করেন ?

20 / 20

20. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন-

Your score is

The average score is 57%

0%

Child Development & Child pedagogy suggestion PDF 👇

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

]]>
https://mcq.shekhapora.com/histiry_quiz_set-2/feed/ 1