wbslst bengali practice set – Shekhapora Quiz https://mcq.shekhapora.com SSC MCQ Quiz Fri, 28 Jul 2023 18:05:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.1 শব্দভাণ্ডার MCQ Practice Online https://mcq.shekhapora.com/shobdobhandar_mcq/ https://mcq.shekhapora.com/shobdobhandar_mcq/#respond Thu, 18 May 2023 17:37:43 +0000 https://mcq.shekhapora.com/?p=323 বাংলা ব্যাকরণের MCQ Online practice করার জন্য , ক্লাস 9 / IX bengali grammer , WBSSC/ wbslst bengali পরীক্ষার্থীদের জন্য অনলাইন প্র্যাকটিস সেট দেওয়া হল। এখানে শব্দভাণ্ডার এর উপর MCQ দেওয়া হল । তোমরা শব্দভাণ্ডার এর উপর MCQ bengali grammer প্র্যাকটিস করলে খুব উপকৃত হবে আশা করি।

আপনার নির্ধারিত সময় 25 মিনিট

আপনার সময় গণনা শুরু হবে এখন। 

আপনার নির্ধারিত সময় 25 মিনিট সমাপ্ত হল । 


শব্দভাণ্ডার

1 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

1. দোকান , পর্দা , বদ , বাগান   -- শব্দগুলি কোন শ্রেণিভুক্ত ?

2 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

2. নীচের কোন তথ্যটি ভুল ?

3 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

3. ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা, গয়লা 

-- এই কুড়িটি শব্দ হল --

4 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

4. যোগী , ধুতি , বন্ধন -- শব্দগুলি উৎসগত বিচারে যে শ্রেণির --

5 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

5. অম্লজান - ( Oxygen)
সচিব - (Secretary)
উদযান -(Hydrogen)
স্নাতক - (Graduate)
নথি - (File)

 ----------এই জাতীয় শব্দগুলিকে কী নামে অভিহিত করা হয় ?

6 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

6. নিচের উদাহরণে মৌলিক শব্দ কোনটি ? 

7 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

7. ল্যাদ  শব্দটি এসেছে 'লদপদ'  শব্দ থেকে । যার অর্থ শুয়ে পড়া বা লুটানো ।

  • এই ''লদপদ'  শব্দটি হল আসলে --

8 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

8. ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, গিন্নি , ঘেন্না,  বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা

-- এই কুড়িটি শব্দের মধ্যে দুটো অর্ধ তৎসম শব্দ মিশে আছে । সেগুলি হলঃ

9 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

9. কৃষাণ, চাল, ডাল  -- এই শব্দগুলি হলঃ-

10 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

10. কোনটি সঠিক :---

আফিম - ফার্সি  শব্দ

বোতাম - পর্তুগিজ শব্দ

রিক্সা -- জার্মান শব্দ

বাবা - স্প্যানিশ শব্দ 

 

11 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

11. কারাওকে , সুদোকু শব্দ দুটি উৎসগত বিচারে কোন শ্রেণির ?

12 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

12. ছাপাখানা , চালবাজ , ঝাড়ুদার , কারিগর , বেহাত , বেহুঁশ , বে-আক্কেল    ---- এরমধ্যে উৎসগতভাবে আলাদা শব্দটি/শব্দগুলি হলঃ

13 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

13. নীচের কোন শব্দটি সাঁওতালি ভাষার শব্দ ?

14 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

14. তালাক, তবলা, জেলা -- উৎসগত বিচারে শব্দগুলি যে শ্রেণির , তা হল---

15 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

15. ওঝা , ইঁদারা -- শব্দ দুটি হলঃ--

16 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

16. চাকর, দারোগা -- শব্দ দুটি উৎসগত বিচারে কোন শ্রেণির ?

17 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

17. খারাপ, দোকান, গরম -- এগুলি উৎসগত বিচারে কোন শ্রেণির শব্দ  ?

18 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

18. লণ্ঠন  - শব্দটি এসেছে কোন ভাষার শব্দ থেকে ?

19 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

19. "রেলগাড়ি" ও "মোটেল "   শব্দ দুটি হল যথাক্রমে  :--    

20 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

20.  ‘সাবান’  শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

21 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

21. নিচের কোনটি মিশ্র শব্দ নয় ? 

22 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

22. বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর মূলনির্ণয় করতে পারেন নি ভাষাতাত্ত্বিকেরা। তবে মনে করা হয়েছে যে, উদ্ভবের আগে যে-সব ভাষা ছিল আমাদের দেশে, সে-সব ভাষা থেকেই এসেছে ঐ শব্দগুলো। এমন শব্দকে বলা হয় ‘দেশী শব্দ’। এগুলোকে কেউ কেউ বিদেশী বা ভিন্ন ভাষার শব্দের মতই বিচার করেন। কিন্তু এগুলোকে গ্রহন করা উচিত বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবেই। ডাব, ডিঙ্গা, ঢোল, ডাঙ্গা, ঝোল, ঢেউ এমন শব্দ। এগুলোকে কী করে বিদেশী বলি।

---- কোন ভাষাবিদ উক্তিটি করেছেন ?

23 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

23. ভারতের অন্যান্য রাজ্যের ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে, তাদের বলেঃ-

24 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

24. ‘বালতি’  শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

25 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

25. তৎসম শব্দের দুটি শ্রেণি। সেই দুটি হলঃ-

26 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

26. নীচের কোন শব্দটি বর্তমান 'সিঙ্গারা' শব্দটির উৎস ?

27 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

27. নীচের কোন শব্দটি উৎসগত বিচারে আলাদা ?

28 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

28. গির্জা, গুদাম, চাবি, পাদ্রি, বালতি 

--- এই শব্দগুলি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

29 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

29. সাঁওতাল  শব্দটির উৎস যে মূল শব্দ , তা হলঃ --

30 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

30. কুপন, রেস্তোরাঁ, কাফে 

-- শব্দগুলি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

31 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

31.  কফনিকা>কনুই

লঘুক>হালকা

--- কীসের উদাহরণ ?

32 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

32. দুটি পাঞ্জাবি শব্দ হলঃ-

33 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

33. খ্রিষ্টাব্দ  শব্দটি একটি মিশ্র শব্দ । ---  কোন কোন  শব্দের মিশ্রণে এটি গঠিত ?

34 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

34. নীচের কোন জোড়াটি ভুল  ? 

ক।  হিন্দি শব্দঃ   চিঠি , ঠিকানা , পানি

খ। তুর্কি শব্দঃ  চাকর , চাকু , দারোগা

গ।  ফরাসি শব্দঃ  কার্তুজ , কুপন , রেস্তোরাঁ

ঘ। ফার্সি শব্দঃ  গোসল , জান্নাত ,  তওবা 

35 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

35. গাত্র, কৃষ্ণ, মস্তক, সোনা, হস্ত, কর্ণ, বৃক্ষ, মৎস্য, গাছ 

--- ভালো ক'রে লক্ষ্য ক'রে বলুন  উপরের কোন দুটি শব্দ উৎসের বিচারে অন্যদের থেকে আলাদা ?

36 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

36. 'ঝি' শব্দটি একটি তদ্ভব শব্দ। এই শব্দটির উৎস মূল তৎসম শব্দটি হলঃ-

37 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

37. নিচের কোন শব্দটি দেশি ?

38 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

38. নীচের কোন শব্দটি বিদেশি আগন্তুক ?

39 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

39. ‘চিংড়ি’ শব্দটির উৎসগত শ্রেণি হলো --

40 / 40

Category: ব্যাকরণ / শব্দভাণ্ডার

40. আম্ফান  -- শব্দটির আক্ষরিক অর্থ দৃঢ়তা , স্বাধীন চিত্ত বা শক্তিশালী ।  -- শব্দটির উৎস কোন দেশ বা নামটি কোন দেশের দেওয়া  ?

তোমার রেজাল্ট তৈরি হচ্ছে। রেজাল্ট যাই হোক হার মেনো না কিন্তু। চেষ্টায় সাফল্য মিলবেই মিলবে। Best of luck.

Your score is

https://shekhapora.com/bangla_shobdovandar/

প্রস্তুতির জন্য 👇 পরীক্ষাগুলি দিতে পারেন👇
১। সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ) MCQ
২। সমাসের MCQ practice SET
৩। সমাসের SAQ practice SET
৪। কারক অ-কারক SAQ Practice SET
৫। শব্দভাণ্ডার MCQ Practice SET
৬। কাব্যসাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) MCQ
৭। ধ্বনি ও বর্ণ MCQ practice SET
৮। মঙ্গলকাব্যের ইতিহাস SAQ SET

৯। কারক-অকারক MCQ TEST

১০। বাংলা ব্যাকরণ MCQ TEST

SLST Bengali এর প্রস্তুতির জন্য PDF নোটস বিনামূল্যে পেতে হলে এখানে ক্লিক করুন

আরো দেখে রাখতে পারেন👇👇👇

বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত-র অবদান

বাংলা কাব্যে কবি-মাইকেল মধুসূদন দত্তর অবদান

বাংলা কাব্য-সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান

বাংলা কাব্যে কবি মোহিতলাল মজুমদারের অবদান

বাংলা কাব্য-সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্ত-র অবদান

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান

গীতিকবিতার ভোরের পাখি কাকে বলে হয় ? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো ।

বাংলা কাব্য সাহিত্যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে সুভাষ মুখোপাধ্যায়ের অবদান

বাংলা কাব্যে বিষ্ণু দে-র অবদান আলোচনা

আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অবদান

গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান

প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান

প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান

কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান

কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান

উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান

বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান

বাংলা সাহিত্যে রাজশেখর বসু(পরশুরাম)-এর অবদান আলোচনা করো।

]]>
https://mcq.shekhapora.com/shobdobhandar_mcq/feed/ 0