বাংলা ব্যাকরণ Unit III MCQ Test এর অন্তর্গত বিষয়গুলি হলঃ

কারক – অকারক/বাচ্য/এক কথায় প্রকাশ/ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ/ একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ

নাও শুরু করে দাও তোমার পরীক্ষা। নির্ধারিত ৩০ মিনিট সময়ের মধ্যে ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হবে । নিজের নাম সম্পূর্ণ লিখবে আর ইংরেজিতে লিখবে। পরীক্ষায় পাস করলে একটি সার্টিফিকেট পাবে । নামের পাশে বন্ধনীতে নিজের রোল নম্বর লিখবে।

 আপনার নির্ধারিত সময় 30 মিনিট ।

আপনার নির্ধারিত সময় 30 মিনিট সমাপ্ত হল ।


বাংলা ব্যাকরণ

ব্যাকরণঃ (Unit III) কারক/বাচ্য/এককথায় প্রকাশ/ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ/ একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ

1 / 40

1. 'হনন করার ইচ্ছা' এককথায় প্রকাশ কী হবে ?

2 / 40

2. অনেকদিন পরে তাকে হাতে পেয়েছি। -- এখানে 'হাত ' কোন অর্থে প্রযোজ্য ?

3 / 40

3. নিচের কোনটি সঠিকঃ

4 / 40

4. তোরা দুজনে কুস্তি কর তো। > তোদের দুজনের দ্বারা কুস্তি হোক। -- এই রূপান্তরটি হল -

5 / 40

5. লাঠি তোমার দিন ফুরাইয়েছে। -- এখানে 'লাঠি'  হল -

6 / 40

6. ছেলেরা ফুটবল  খেলছে। -- চিহ্নিত পদটি কোন কারক ?

7 / 40

7. নিচের কোনটি ভুল -

8 / 40

8. নিচের কোন জোড়াটি সঠিকঃ

9 / 40

9. 'ক্ষমা করার ইচ্ছা ' এক কথায় প্রকাশ হবে -

10 / 40

10. ‘ অশ্রুপূর্ণ নয়নে  তাহার পরিচয় দিলেন । ’— এই 'নয়নে'  পদের কারক হল—

11 / 40

11. দিনটা বেশ কাটছে । > দিনটা বেশ কাটানো হচ্ছে। -- এই রূপান্তরটি হচ্ছে -  

12 / 40

12. কুঁজোটা ভেঙে গেছে। --  এটি যে বাচ্যের উদাহরণ -

13 / 40

13. সব ডিঙা আবার যশোহরের দিকে চললো। -- এটি কোন বাচ্যের উদাহরণ ?

14 / 40

14. ''বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় / কৃপণ আলোর অন্তঃপুরে । '' -- চিহ্নিত পদটি কোন কারক ?

15 / 40

15. 'যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না ' এক কথায় কী হবে ?

16 / 40

16. বধূরা প্রদীপ তুলে ধর। এই বাক্যের কর্মবাচ্যের রূপ হবে -

17 / 40

17. এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে।  -- নিম্নরেখ পদটি হল -

18 / 40

18. নিচের কোন জোড়াটি ভুলঃ

19 / 40

19. এককথায় প্রকাশ করুনঃ 'যা পূর্বে ছিল এখন নেই' 

20 / 40

20. সুদীপ্ত, আর তবে আমার খাওয়া হলো না। -- এই বাক্যের কর্তৃবাচ্যের রূপ হবে  -  

21 / 40

21. তারা আজ যেন আনন্দে  আত্মহারা । -- নিম্নরেখ পদটি যে কারকের দৃষ্টান্ত -

22 / 40

22. প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আকাঁয়।  -- নিম্নরেখ পদটি যে কারকের দৃষ্টান্তঃ

23 / 40

23. -গুলো ,  -গাছা  ---- এগুলি হল —

24 / 40

24. রাগে অন্ধ হয়ে মারপিট করছে । -- এখানে চিহ্নিত করণ কারকটি কোন শ্রেণির -

25 / 40

25. নিচের কোনটি ভাববাচ্যের বৈশিষ্ট্য নয় - 

26 / 40

26. নিচের কোন জোড়াটি ভুল ?

27 / 40

27. সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। -- 'সোমবার থেকে ' কোন কারকের দৃষ্টান্ত ?

28 / 40

28. আজ অনেকদিন আমার  যাওয়া হয় নি। -- চিহ্নিত পদটি হল -

29 / 40

29. সব জ্বলে গেল আগুনে 

----'আগুনে' পদটির কারক ও বিভক্তি কী হবে ?

30 / 40

30. ঠাকুমা মন্দির-দর্শনে বেরিয়েছেন ।  -- চিহ্নিত পদটি যে কারকের উদাহরণ -

31 / 40

31. কারক নির্ণয় করুনঃ তিনটি শালিক ঝগড়া থামায়। 

32 / 40

32. 'ঋজুর ভাব' এককথায় প্রকাশ করলে হবে -

33 / 40

33. কর্তৃ -  আমি তোমার জীবনদান করিলাম। 

কর্ম – আমা কর্তৃক তোমার জীবনদান প্রদত্ত হইলো।   -- এই সম্পর্কে কোন তথ্যটি সঠিক ?

34 / 40

34. বিষয়টি আমার মাথায় আসছেনা। -- এখানে 'মাথা' যে অর্থ প্রকাশ করে -

35 / 40

35. আমি চিনি চিনি গো তোমারে ওগো  বিদেশিনী । চিহ্নিত পদটি হল -

36 / 40

36. লেখক লিখেই চলেছে। -- এই বাক্যের কর্তাটি হল -

37 / 40

37. আমি একটি চিঠি লিখেছিলাম । - বাক্যটির কর্মবাচ্যের সঠিক রূপান্তর হবে -

38 / 40

38. এক কথায় প্রকাশ করুনঃ কাচের তৈরি বাড়ি

39 / 40

39. কোন জোড়াটি ভুলঃ

40 / 40

40. ছেলেরা বল খেলছে । মেয়েরা তাস খেলছে। বাক্যদুটিতে 'বল''তাস' হল -

তোমার রেজাল্ট জাস্ট তৈরি হচ্ছে। একটু হাসিমুখে অপেক্ষা করো। আর দেখে নাও তোমার প্রাপ্ত নম্বর।

Your score is

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *