Uncategorized Protected: ব্যাকরণ UNIT IV MCQ EXAM ShekhaPora March 17, 2025 0 Post Views: 29 আপনার নির্ধারিত সময় 30মিনিট । আপনার নির্ধারিত সময় 30মিনিট সমাপ্ত হল । বাংলা ব্যাকরণ ব্যাকরণ UNIT IV (সমাস/ধাতু ও ক্রিয়া/বাগধারা প্রবাদ প্রবচন/ সমার্থক শব্দ) 1 / 40 1. 'দে মা আমায় তবিলদারি' -- ক্রিয়ার কালের প্রকার হল- বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা সাধারণ বর্তমান ঐতিহাসিক বর্তমান 2 / 40 2. যে কাজ ভবিষ্যতে হতে থাকবে ।যেমন – অমল বলতে থাকবে - এই ক্রিয়ার কালকে কী বলে ? পুরাঘটিত ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যত অনুজ্ঞা 3 / 40 3. অতীতে যে কাজ হচ্ছিল যেমন- সে কিছু বলছিল না। – তার ক্রিয়ার কালকে কী বলে ? সাধারণ অতীত ঘটমান অতীত পুরাঘটিত অতীত নিত্যবৃত্ত অতীত 4 / 40 4. 'বসিয়া পড়', বসিয়া= √বস্ + ইয়া = (বসিয়া- অসমাপিকা ক্রিয়া)— 'বসিয়া পড়' কী ধাতু হবে ? যুক্ত ধাতু যৌগিক ধাতু প্রযোজক ধাতু ধ্বন্যাত্মক ধাতু 5 / 40 5. বল্ + আ = বলা - এটি হল- সিদ্ধ ধাতু যুক্ত ধাতু সাধিত ধাতু পঙ্গু ধাতু 6 / 40 6. সূর্য = দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, কিরণমালী, অরুণ,পুষ্কর, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা -- এর মধ্যে কোনোটি ভুল শব্দ ? অর্ষমা বালকি পুষা পুষ্কর 7 / 40 7. 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ হল - উর্মি হয় তৃষা উত্তামাশা 8 / 40 8. ঘন, অভ্র, বলাহক, গহন, জলধর -- এর মধ্যে কোনটি 'মেঘ' এর সমার্থক শব্দ নয় ? গহন অভ্র ঘন বলাহক 9 / 40 9. কোনটি 'চাঁদ ' এর সমার্থক শব্দ - শশধর কলানিধি নিশাপতি উপরের সবকটিই 10 / 40 10. 'অশনি ' শব্দের অর্থ হল - বজ্র আলো মেঘ জ্যোৎস্না 11 / 40 11. "মহী" শব্দের কঠিন সমার্থক শব্দ কোনটি ? অংশুমালী প্রান্তর উর্বী জগন্মাতা 12 / 40 12. 'অর্ণব' শব্দের সমার্থক শব্দ হল - সাগর বাতায়ন গৃহ সূর্য 13 / 40 13. "আমরা তো জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস!" -- এই বাক্যের 'বার্তাকু' শব্দের সমার্থক শব্দ হল - চাকু বন্দুক কামান বেগুন 14 / 40 14. অল্পবিদ্যা ভয়ঙ্করী -- এটি কীসের উদাহরণ ? প্রবাদ বাক্য প্রবচন বাগধারা লোককথা 15 / 40 15. "পাবক" শব্দের সমার্থক শব্দ কোনটি ? মহী হুতাশন তরল হাতি 16 / 40 16. বড়র পিরীতি বালির বাঁধ/ ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ' । (ভারতচন্দ্র) -- এটি কীসের উদাহরণ ? প্রবাদ বাক্য প্রবচন বাগধারা উপরের কোনোটিই নয় 17 / 40 17. উমাচরণবাবুর যখন ব্যাবসা ডুবে গেল তখন তার বন্ধু তার কাছে পাওনা ধারের টাকা আদায় করার জন্য এলেন, একেই বলে --- জলে কুমির ডাঙ্গায় বাঘ কারো পৌষ মাস, কারো সর্বনাশ লাগে টাকা দেবে গৌরী সেন ধর্মের কল বাতাসে নড়ে 18 / 40 18. পূর্বাশা রান্না করতে গিয়ে নুন ঝাল চড়িয়ে একাকার কাণ্ড করে ফেলল , আর এখন বলছে গ্যাস ওভেনটা ভালো ছিল না । কথায় বলে --- এক হাতে তালি বাজে না নুন আনতে পান্তা ফুরোয় নাচতে না জানলে উঠোন বাঁকা ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া 19 / 40 19. ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি কীসের উদাহরণ ? প্রবাদ বাক্য প্রবচন বাগধারা কবিতার চরণ 20 / 40 20. কোন বাগধারা দু’টি সম্পূর্ণ ভিন্নার্থক ? সাপে-নেউলে/কাঠে-কুড়ালে পটল তোলা/অক্কা পাওয়া অকাল কুশ্মাণ্ড/ আমড়া কাঠের ঢেঁকি হাতের পাঁচ / সাপের পাঁচ পা দেখা 21 / 40 21. ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কী ? সম্মানিত ব্যাক্তি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি অদৃষ্টের পরিহাস বোকা মানুষ 22 / 40 22. কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’ বোঝানো হয় ? বিসমিল্লায় গলদ কুপমণ্ডুক গনেশ উল্টান গৌরচন্দ্রিকা 23 / 40 23. কোনটি বাগধারা আলাদা ? আকাশ পাতাল অহিনকুল আদায় কাঁচকলায় দা-কুড়ল 24 / 40 24. কোন সমাসে সংযোজক অব্যয় পদ ব্যবহার করা হয় ? দ্বিগু দ্বন্দ্ব বহুব্রীহি অব্যয়ীভাব 25 / 40 25. নিচের কোনটি অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ ? ছাতাহাতে ঘরে-বাইরে গায়েহলুদ উপরের সবকটি 26 / 40 26. ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায় ? সমাদর করা আদর করা প্রহার করা সম্মান করা 27 / 40 27. নিচের কোনটি তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য নয় ? র্বপদের বিভক্তি অনুসারে এই সমাসের নামকরণ করা হয়। তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। বিভক্তি চিহ্ন না থাকায় " কর্তৃ তৎপুরুষ সমাস হতে পারে না। এই সমাসে বিশেষ্য ও বিশেষণ পদের মধ্যে সমাস হয়। 28 / 40 28. কোনটি করণ তৎপুরুষ সমাসের উদাহরণ ? হজ-যাত্রা অস্ত্রোপচার জীবনানন্দ মনমরা 29 / 40 29. 'একগুঁয়ে ' সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল - এক ঘর যার এক গোঁ যার একরকম গোরু যার উপরের কোনটিই নয় 30 / 40 30. মায়াডোর সমাসবদ্ধ পদটির সঠিক ব্যাসবাক্য হল - মায়ার ডোর মায়া রূপ ডোর যা মায়া তাই ডোর মায়ার ডোরে বন্দী যে 31 / 40 31. সমাস সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয় ? উপমান কর্মধারয় সমাসে উপমেয় পদের উল্লেখ থাকে না। উপমিত কর্মধারয় সমাসের সমস্যমান পদের উভয়ই বিশেষ্য হয়। উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। রূপক কর্মধারয় সমাসে উপমেয় পদের উল্লেখ থাকে না। 32 / 40 32. উত্তম যে নর = নরোত্তম - এটি কোন সমাসের উদাহরণ ? দ্বিগু সাধারণ কর্মধারয় উপমান কর্মধারয় অব্যয়ীভাব 33 / 40 33. বিড়ালতপস্বী - এটি যে সমাসের উদাহরণ টা হল - উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় রূপক কর্মধারয় সাধারণ কর্মধারয় 34 / 40 34. নরসিংহ -- এই পদটি কোন সমাসের দৃষ্টান্ত ? মধ্যপদলোপী কর্মধারয় রূপক কর্মধারয় উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় 35 / 40 35. তোমায় সুন্দর দেখাচ্ছে। -- এই বাক্যে 'দেখা' ধাতুটি হলঃ প্রযোজক ধাতু নাম ধাতু মৌলিক ধাতু কর্ম- কর্তৃবাচ্যের ধাতু 36 / 40 36. তুমি এখন শুয়ে পড়ো। -- এই বাক্যের ক্রিয়াপদটিঃ যুক্ত ক্রিয়া যৌগিক ক্রিয়া ধ্বন্যাত্মক ক্রিয়া প্রযোজক ক্রিয়া 37 / 40 37. নিচের কোনটি পঙ্গু ধাতু নয় ? আছ্ বট্ নহ্ দেখ্ 38 / 40 38. প্রযোজক ধাতু গঠন করতে অবশ্যই লাগবে- একটি নামপদ একটি ধ্বন্যাত্মক পদ একটি মৌলিক ধাতু কোনোটিই নয় 39 / 40 39. বাংলার মুখ আমি দেখিয়াছি। — বাক্যটির ক্রিয়াপদের প্রকার হলঃ নিত্যবৃত্ত অতীত সামান্য অতীত ঘটমান ভবিষ্যৎ পুরাঘটিত বর্তমান 40 / 40 40. দিদিমণি আমাদের কবিতা শোনালেন। -- এই বাক্যের ক্রিয়াপদটি কী জাতীয় ক্রিয়ার উদাহরণ ? প্রযোজক ক্রিয়া দ্বিকর্মক ক্রিয়া সমধাতুজ ক্রিয়া যুক্ত ক্রিয়া Your score is Post Navigation Previous (Unit III )বাংলা ব্যাকরণ MCQ TestNext WBSLST বাংলা প্রস্তুতি || Class 11 2nd Semister Syllabus MCQ for WBSLST (Bengali) More Stories Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.