Protected: ব্যাকরণ UNIT IV MCQ EXAM

0

আপনার নির্ধারিত সময় 30মিনিট ।

আপনার নির্ধারিত সময় 30মিনিট সমাপ্ত হল ।


বাংলা ব্যাকরণ

ব্যাকরণ UNIT IV (সমাস/ধাতু ও ক্রিয়া/বাগধারা প্রবাদ প্রবচন/ সমার্থক শব্দ)

1 / 40

1. 'দে মা আমায় তবিলদারি' -- ক্রিয়ার কালের প্রকার হল- 

2 / 40

2. যে কাজ ভবিষ্যতে হতে থাকবে ।যেমন – অমল বলতে থাকবে - এই ক্রিয়ার কালকে কী বলে ? 

3 / 40

3. অতীতে যে কাজ হচ্ছিল যেমন- সে কিছু বলছিল না। – তার ক্রিয়ার কালকে কী বলে ?

4 / 40

4.  'বসিয়া পড়', বসিয়া= √বস্ + ইয়া = (বসিয়া- অসমাপিকা ক্রিয়া)—  'বসিয়া পড়'  কী ধাতু হবে ?

5 / 40

5. বল্‌ + আ = বলা -  এটি হল- 

 

6 / 40

6. সূর্য = দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য,  ভাস্কর, মার্তণ্ড, অংশু, কিরণমালী, অরুণ,পুষ্কর, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা -- এর মধ্যে কোনোটি ভুল শব্দ ? 

7 / 40

7. 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ হল -

8 / 40

8. ঘন, অভ্র, বলাহক, গহন, জলধর -- এর মধ্যে কোনটি 'মেঘ' এর সমার্থক শব্দ নয় ?  

9 / 40

9. কোনটি 'চাঁদ ' এর সমার্থক শব্দ -  

10 / 40

10. 'অশনি ' শব্দের অর্থ হল -  

11 / 40

11. "মহী" শব্দের কঠিন সমার্থক শব্দ কোনটি ? 

12 / 40

12. 'অর্ণব'  শব্দের সমার্থক শব্দ হল -  

13 / 40

13. "আমরা তো জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস!" -- এই বাক্যের 'বার্তাকু' শব্দের সমার্থক শব্দ হল - 

14 / 40

14. অল্পবিদ্যা ভয়ঙ্করী  -- এটি কীসের উদাহরণ ? 

15 / 40

15. "পাবক" শব্দের সমার্থক শব্দ কোনটি ?  

16 / 40

16. বড়র পিরীতি বালির বাঁধ/ ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ' । (ভারতচন্দ্র) -- এটি কীসের উদাহরণ ?  

17 / 40

17. উমাচরণবাবুর যখন ব্যাবসা ডুবে গেল তখন তার বন্ধু তার কাছে পাওনা ধারের টাকা আদায় করার জন্য এলেন, একেই বলে ---

18 / 40

18. পূর্বাশা রান্না করতে গিয়ে নুন ঝাল চড়িয়ে একাকার কাণ্ড করে ফেলল , আর এখন বলছে গ্যাস ওভেনটা ভালো ছিল না । কথায় বলে ---   

19 / 40

19. ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি কীসের উদাহরণ ? 

20 / 40

20. কোন বাগধারা দু’টি সম্পূর্ণ ভিন্নার্থক ?

21 / 40

21. ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কী ?

22 / 40

22. কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’ বোঝানো হয় ?

23 / 40

23. কোনটি বাগধারা আলাদা ? 

24 / 40

24. কোন সমাসে সংযোজক অব্যয় পদ ব্যবহার করা হয় ? 

25 / 40

25. নিচের কোনটি অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ ? 

26 / 40

26. ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায় ?  

27 / 40

27. নিচের কোনটি তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য নয় ? 

28 / 40

28. কোনটি করণ তৎপুরুষ সমাসের উদাহরণ ? 

29 / 40

29. 'একগুঁয়ে ' সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল - 

30 / 40

30. মায়াডোর  সমাসবদ্ধ পদটির সঠিক ব্যাসবাক্য হল -

31 / 40

31. সমাস সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয় ?  

32 / 40

32. উত্তম যে নর = নরোত্তম -  এটি কোন সমাসের উদাহরণ ?

33 / 40

33. বিড়ালতপস্বী  - এটি যে সমাসের উদাহরণ টা হল -

34 / 40

34. নরসিংহ -- এই পদটি কোন সমাসের দৃষ্টান্ত ?

35 / 40

35. তোমায় সুন্দর দেখাচ্ছে। -- এই বাক্যে 'দেখা'  ধাতুটি হলঃ

36 / 40

36.  তুমি এখন শুয়ে পড়ো। -- এই বাক্যের ক্রিয়াপদটিঃ

37 / 40

37. নিচের কোনটি পঙ্গু ধাতু নয় ?

38 / 40

38. প্রযোজক ধাতু গঠন করতে অবশ্যই লাগবে-

39 / 40

39. বাংলার মুখ আমি দেখিয়াছি। — বাক্যটির ক্রিয়াপদের প্রকার হলঃ     

40 / 40

40. দিদিমণি আমাদের কবিতা শোনালেন। -- এই বাক্যের ক্রিয়াপদটি কী জাতীয় ক্রিয়ার উদাহরণ ?

Your score is

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *